1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিস ইউনির্ভাস থেকে বাদ পড়লেন ফিলিপিনো সুন্দরী

১ এপ্রিল ২০১০

জমকালো প্রতিযোগিতায় অপূর্ব সব সুন্দরীর মাঝ থেকে বিশ্বসুন্দরী বাছাইয়ের এক আয়োজনের নাম মিস ইউনির্ভাস৷ আর এবার তাতে অংশ নেয়ার সুযোগ থেকে বাদ পড়লেন ফিলিপিনো সুন্দরী মারিয়া ভিনাস রাজ৷

https://p.dw.com/p/Mjm4
গত বছর ফিলিপিন্সে অনুষ্ঠিত মিস আর্থ প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা৷ছবি: picture-alliance/dpa

প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বুধবার বলেন, স্থানীয় সংগঠকরা আবিস্কার করেছেন যে ফিলিপিনো এই সুন্দরীর জন্ম ফিলিপাইন্সের বাইরে এবং তাঁর বাবামার নাকি বিয়ে হয়নি৷

সাংবাদিকতায় স্নাতক ২১ বছর বয়সি মারিয়া আসছে আগস্ট মাসে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তাঁর দেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন৷ চলতি মাসের প্রথম দিকে মিস ফিলিপাইনস-ইউনির্ভাস প্রতিযোগিতা জেতার পর থেকে তিনি বিভিন্ন দাতব্য সংস্থার সাথে কাজ করছেন৷

স্থানীয় প্রতিযোগিতার সংগঠক ফাউন্ডেশনটি হঠাৎ আবিষ্কার করে যে মিস মারিয়া ভিনাস রাজের জন্ম আদতে কাতারে৷ তাঁর বাবা একজন ভারতীয় এবং তিনি তাঁর ফিলিপিনো মাকে বিয়ে করেননি৷ এই তথ্য পাবার পরপরই তাঁর খেতাব কেড়ে নেয়া হয়৷ মারিয়ার বার্থ সার্টিফিকেটে অবশ্য লেখা আছে, তাঁর জন্মস্থান ফিলিপাইন্স এবং তাঁর বাবামাও ফিলিপিনো নাগরিক৷

মিস ফিলিপাইনস-ইউনির্ভাস চ্যারিটি ইনকর্পোরেটেড সংস্থার লিলিয়া আম্বে জানান,‘‘অভিষেক রাতের পর আমরা এই অসঙ্গিতিটি আবিষ্কার করি৷'' তিনি আরও জানান, এই খেতাব কেড়ে নেয়ার একমাত্র কারণ তাঁর বার্থ সার্টিফিকেটে মিথ্যে তথ্য দেয়া হয়েছে৷ নাগরিকত্বের ইস্যু কারণ নয়৷ মারিয়ার জায়গায় মিস ইউনির্ভাস প্রতিযোগিতায় অংশ নেবেন দ্বিতীয় স্থান অধিকার করা ফিলিপাইন্স সুন্দরী ক্রিসটা আরিটা ক্লেইনা৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক