1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহত কমপক্ষে ৭৪

২৫ মার্চ ২০১১

মিয়ানমারে ৬ দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৭৪ জন প্রাণ হারিয়েছে৷ সেদেশের উত্তর পূর্বাঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়৷ এতে প্রাণহানি আরো বাড়ার আশঙ্কা রয়েছে৷

https://p.dw.com/p/10hFh
ভূমিকম্পে আহতদের চিকিৎসা চলছেছবি: AP

বৃহস্পতিবার রাতে মিয়ানমারের এই ভূমিকম্প থাইল্যান্ডের অংশবিশেষ, এমনকি চীনের কিছু অংশও কাঁপিয়ে দিয়েছে৷ এতে থাইল্যান্ডে প্রাণ হারিয়েছে একজন৷ সেদেশের আবহাওয়া বিভাগ মূল ভূমিকম্পের পর আরো ছয়টি ভূকম্পনের খবর নিশ্চিত করেছে৷

মিয়ানমারের এক সরকারি কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, আমরা ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকায় যাওয়ার চেষ্টা করছি৷ ভূমিকম্পের কেন্দ্রবিন্দুর আশপাশের পাঁচটি এলাকার আড়াইশো'র বেশি ভবন ধসে যাওয়ার খবর পাওয়া গেছে৷ এতে প্রাণ হারিয়েছেন ৭৪ জন, আহত ১১০৷

দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশনের মিয়ানমার প্রধান ক্রিস হেরিংক জানিয়েছেন, এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কেনটুং এবং টেকিলিক এলাকার স্থাপনাগুলোর ক্ষতি বিপর্যয়ের মাত্রায় পৌঁছায় নি৷

তিনি বলেন, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতি হয়েছে থাইল্যান্ড এবং লাওস'এর সঙ্গে মিয়ানমারের সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকা৷ সেখানে থেকে যে খবর আসছে, তবে মোটেই সুখকর নয়৷

উল্লেখ্য জাপানে ভূমিকম্প এবং সুনামির দুই সপ্তাহ পর মিয়ানমারে এই ভূকম্পন অনুভূত হয়৷ তবে, মিয়ানমারের ভূমিকম্পে সুনামির কোন আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য