‘মুক্তিযুদ্ধ নিয়ে ডয়চে ভেলের বিশেষ পরিবেশনা’ | পাঠক ভাবনা | DW | 11.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মুক্তিযুদ্ধ নিয়ে ডয়চে ভেলের বিশেষ পরিবেশনা’

প্রতিদিনের সকাল ও রাতের অনুষ্ঠান নিয়মিত শুনছি৷ পুরো অনুষ্ঠান শুনছি ইন্টারনেটে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উজ্জ্বল উপস্থিতি নিয়ে পরিবেশনা শুনে মুগ্ধ হচ্ছি৷

মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ পরিবেশনাওয়েবসাইটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বিশেষ পেজ একটি সুন্দর এবং সময় উপযোগী পদক্ষেপ৷ সাক্ষাৎকারগুলি আমাদের বিশেষভাবে মুগ্ধ করছে৷ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্রতি বুধবার সকালের অধিবেশনে বিশেষ আলোচনা একটি সময় উপযোগী অনুষ্ঠান৷ আপনাদের এই চিন্তা ভাবনা দারুণ ফলপ্রসূ হবে৷ আমরা বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানতে পারছি, কারণ ডয়চে ভেলের প্রতিটি অনুষ্ঠান সঠিক তথ্য নির্ভর৷ বুদ্ধদেব ভট্টাচার্য্য, মমতা ব্যানার্জী ও মানস ভুঁইয়ার সাক্ষাৎকার প্রচারের অনুরোধ রইলো৷ সুন্দর পরিবেশনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই৷ ভালো থাকবেন৷ মহঃ হাফিজুর রহমান. ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, পূর্বস্থলী, বর্ধমান৷

আসসালামু আলাইকুম৷ প্রথমেই আমাদের ক্লাবের পক্ষ থেকে বাংলা বিভাগের সকল বন্ধুদের বাংলা নববর্ষে শুভেচ্ছা জানাই৷ আশাকরি ভাল আছেন৷ ১৯৯০ সালের কথা, আমি তখন ৮ম শ্রেণীর ছাত্র শর্টওয়েভ অনুষ্ঠান সম্পর্কে আমার প্রবল আগ্রহ ছিল৷ একদিন রেডিওর নব ঘোরাতে গিয়ে আমি মিষ্টি কণ্ঠে বাংলা কথা শুনতে পাই৷ কিছুক্ষণ অনুষ্ঠান শোনার পর বুঝতে পারি এটা ডয়চে ভেলে জার্মান রেডিওর বাংলা অনুষ্ঠান৷ মূলত তখন থেকেই ডয়চে ভেলের জার্মান রেডিওর বাংলা অনুষ্ঠানের ভক্ত হয়ে যাই৷ তখন থেকে আজ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনে যাচ্ছি৷ এর মধ্যে পদ্মায় অনেক জল গড়িয়েছে, জার্মান রেডিওর বাংলা অনুষ্ঠানেও অনেক পরিবর্তন এসেছে কিন্তু আমার অনুষ্ঠান শোনায় কোন পরিবর্তন হয়নি৷ আজও আমি ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানের ভক্ত৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত অনুষ্ঠান আমার জীবনের সঙ্গে মিশে আছে, মিশে থাকবে৷ সুলতান মাহমুদ সরকার, সেতু রেডিও ফ্যান ক্লাব, ফেটগ্রাম, মান্দা, নওগাঁ৷

সুপ্রভাত বন্ধুরা, আজ ১১ই এপ্রিল, বসন্তের রোদ ঝলমল একটি সুন্দর দিনের সুন্দর সকালে এফএম ৯৭.৬ মেগাহার্তস-এ, বিশ্বসংবাদ, বাংলাদেশের খবর, আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লংঘনের ওপর ঢাকা থেকে পাঠানো রিপোর্ট, সংবাদপত্রের শিরোনাম,লিবিয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর রিপোর্ট, চীনের মেয়েদের গায়ে ট্যাটু আঁকা নিয়ে রিপোর্ট, গান এবং ফিচার পর্ব ক্যাম্পাসে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব নিয়ে প্রতিবেদন আর বিজ্ঞান ডটকমে ব্লগ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ব্লগার অমি রহমানের সাক্ষাৎকারটি শুনে আমরা ক্লাবের সবাই ভীষণ মুগ্ধ হয়েছি৷ ঢাকা থেকে প্রচারিত চমৎকার এফএম রিসেপশন মান, তরতাজা বস্তুনিষ্ঠ রিপোর্ট ও প্রাণবন্ত হৃদয়গ্রাহী ফিচারগুলো উপহার দেওয়ার জন্য প্রিয় বেতার ডয়চে ভেলের সবাইকে অসংখ্য ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, কুষ্টিয়া, বাংলাদেশ৷

‘নিরীহ মানুষের রক্ত ঝরছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে' এই শিরোনামে আপনাদের ওয়েবসাইটের প্রতিবেদনটি পড়লাম৷ সত্যিই মধ্যপ্রাচ্যের এই ঘটনা শান্তিকামী সকল মানুষের কাছে পীড়াদায়ক৷ মানুষের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে৷ এই খেলা অবিলম্বে বন্ধ করতে না পারলে আগামীতে তা আরো ভয়ঙ্কর রূপ নেবে যা বিশ্ববাসীর পক্ষে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে৷ তাই আন্তর্জাতিকভাবে এর সমাধান করা প্রয়োজন৷ বিধান সান্যাল, ঢাকা কলোনী, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

ওয়েবসাইটে ‘সংস্কৃতি' পাতায় ১০টি ছবি দেখলাম, বেশ ভালো লাগলো৷ শম্পা রানী বালা, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলির পাড়, গোপালগঞ্জ৷

ডয়চে ভেলের অনুষ্ঠান শোনার পাশাপাশি ক্লাবের সকলে ডয়চে ভেলের কথা অন্যদের মাঝে ছড়িয়ে দিচ্ছি৷ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন যৌতুক প্রতিরোধ, বাল্য বিবাহসহ নানা কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকি৷ ডয়চে ভেলের সকল পরিবেশনা আমাদের মাঝে বেশ জনপ্রিয়৷ আবু সাঈদ, অনলাইন ডি-এক্স ক্লাব, রায়পুর, বাঘমারা, অর্জুনপাড়া, রাজশাহী৷

‘দিন দুনিয়ার মালিক খোদা, তোমার দিল কি দয়া হয়না' আপনাদের অনুষ্ঠানে একবার এই ইসলামী গজলটি শুনেছিলাম৷ মাঝে মাঝে এরকম ইসলামী সঙ্গীত শোনাবেন ভালো লাগবো৷ এসএমএ হান্নান, হরিপুর, পাবনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন