1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তির প্রথম দুই সপ্তাহেই মাত করলো ইনসেপশন

২৬ জুলাই ২০১০

টানা দুই সপ্তাহের মত হলিউড বক্স অফিসের শীর্ষে অবস্থান করছে লিওনার্ডো ডিক্যাপ্রিওর নতুন ছবি ইনসেপশন৷ মুক্তি পাওয়ার পর মাত্র দুই সপ্তাহেই ছবিটি আয় করেছে ১৪৩ মিলিয়ন ডলার৷

https://p.dw.com/p/OUTD
Leonardo Di Caprio
লিওনার্ডো ডি ক্যাপ্রিও এই মুহুর্তে হলিউডের অন্যতম সেরা তরুণ অভিনেতাছবি: AP Images

তার ঠিক পেছনেই রয়েছে এই সপ্তাহেই মুক্তি পাওয়া অ্যাঞ্জেলিনা জোলির নতুন শ্বাসরুদ্ধকর থ্রিলার সল্ট৷ মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছে সাড়ে ৩৬ মিলিয়ন ডলার৷ অন্যদিকে ডিক্যাপ্রিওর ইনসেপশন করে সাড়ে ৪৩ মিলিয়ন ডলার৷ দ্য ডার্ক নাইট ছবির পরিচালক ক্রিস্টোফার নোলানের পরিচালিত ইনসেপশন এ ডিক্যাপ্রিও অভিনয় করেছেন এক চোরের ভূমিকায় যে আরেকজনের চিন্তা ও স্বপ্নকে চুরি করতে সক্ষম৷ সায়েন্স ফিকশন ধাঁচের এই ছবিটিতে এবারও দুর্দান্ত অভিনয় করে মাত করেছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও৷ চলতি বছরের অন্যতম ব্লক বাস্টার হতে চলেছে ইনসেপশন ছবিটি৷

Tomb Raider
অ্যাঞ্জেলিনা জোলির টম্ব রেইডার

অন্যদিকে হলিউডের সত্যিকার অ্যাকশন অভিনেত্রী যদি কেউ থেকে থাকেন, তো তিনি অ্যাঞ্জেলিনা জোলি৷ টুম্ব রাইডারের লারা ক্রফট খ্যাত জোলি তাঁর নতুন সল্ট মুভিতেও দুর্দান্ত অ্যাকশন দেখিয়েছেন৷ সেখানে সিআইএ এজেন্ট এভেলিন সল্টের ভূমিকায় অভিনয় করেন জোলি৷ কিন্তু জোলিকে রাশিয়ার গুপ্তচর হিসেবে অভিযুক্ত করা হয়৷ এরপর থেকেই শুরু হয় তাঁর অ্যাকশন যা দর্শকদের চুম্বকের মত টেনে রাখে গোটা মুভিতে৷

এদিকে যুক্তরাষ্ট্র ছাড়িয়ে সল্ট ছবি মুক্তি পাচ্ছে রাশিয়াতেও৷ তাই সেখানে গিয়ে হাজির হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি৷ রোববার সল্ট এর প্রিমিয়ার উপলক্ষে ছবি নিয়ে কথা বলেন জোলি৷ তিনি বলেন, রাশিয়াতেও হয়তো অনেক খারাপ লোক আছে৷ কিন্তু ছবিটি মনোযোগ দিয়ে দেখলে মনে হবে তারাই হচ্ছে বিগ হিরো৷ আমি মনে করি এটি রাশিয়ার জন্য ইতিবাচক৷

কিন্তু হলিউডের ছবি সল্ট মুক্তি পাবার কয়েকদিন আগেই বাস্তবের সল্ট দেখা গেছে৷ আপনাদের নিশ্চয়ই মনে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার গুপ্তচর বিনিময় হয়ে গেছে এইতো এই মাসের শুরুতেই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী