1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তি পাওয়ার আগেই প্রশংসিত ‘হালদা'

৭ নভেম্বর ২০১৭

আগামী ১লা ডিসেম্বর মুক্তি পাবে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা' চলচ্চিত্রটি৷ তবে এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত সিনেমার ট্রেলারটি কুড়িয়েছে ব্যাপক প্রশংসা৷

https://p.dw.com/p/2n9pv
Libanon, Bisri, Kinder schwimmen im Awali Fluß
ছবি: Sunniva Rose

হালদা নদী এবং একে ঘিরে বসবাসরত মানুষের জীবনযাত্রা নিয়ে নির্মিত এ ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুল রহমান বাবু, মোশাররফ করিম, তিশা এবং জাহিদ হাসান৷ গত ৫ নভেম্বর এর অফিশিয়াল ট্রেলারটি ইউটিউবে ছাড়া হয়৷ ট্রেলারটি এর মধ্যেই দেখা হয়েছে লক্ষাধিকবার৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ারও হয়েছে অনেক৷

এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে এই চলচ্চিত্র নির্মাণের উদ্যোগকে অনেকে সামাজিক দায়বদ্ধতার অংশ উল্লেখ করে সাধুবাদ জানাচ্ছেন নির্মাতা তৌকির আহমেদকে৷ ভালো কাজকে উৎসাহিত করতে হলে গিয়ে এ চলচ্চিত্র দেখার আহ্বানও জানিয়েছেন অনেকে৷ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত এ চলচ্চিত্র ঘিরে দর্শকদের বিপুল আগ্রহ প্রকাশ পেলেও অনেকে আবার ভাবছেন, দূরূহ এ আঞ্চলিক ভাষা সবার বোধগম্য হবে কিনা৷

‘হালদা' পরিচালক তৌকির আহমেদের পঞ্চম চলচ্চিত্র৷

আরএন/ডিজি

ট্রেলারটি দেখলেন? কেমন লাগলো জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য