1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্ত বিচারালয়, না কারাগার?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৫ সেপ্টেম্বর ২০১৮

বুধবার পুরনো কেন্দ্রীয় কারাগারে চেয়ারপার্সন খালেদা জিয়ার বিচার শুরু হলেও তাঁর আইনজীবীরা সেখানে যাননি৷ তাঁরা ‘কারাগারের মধ্যে আদালতকে' সংবিধানপরিপন্থি বলেন৷ রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, ‘‘ওটা কারাগার নয়, পরিত্যক্ত ভবন৷''

https://p.dw.com/p/34LsQ
Bangladesch Prozess gegen Ex-Regierungschefin Khaleda Zia
ছবি: picture-alliance/AP Photo/A.M. Ahad

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার এতদিন বকশীবাজারের বিশেষ আদালতেই হয়ে আসছিল৷ কিন্তু সরকার মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে  ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনকে আদালত হিসেবে ঘোষণা করে৷ খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকেই ওই কারাগারেই রয়েছেন৷

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘‘বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত এলাকাটি জনাকীর্ণ থাকে৷ সেজন্য নিরাপত্তাজনিত কারণে বিশেষ জজ আদালত-৫ নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করা হলো৷' 

‘খালেদা জিয়ার পক্ষে কোনো আইনজীবী হাজির ছিলেন না’

বুধবার দুপুর ১২টার পরপরই পুরনো কারাগারের ওই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে হাজির করা হয়৷ কিন্তু সেখানে খালেদা জিয়ার পক্ষে কোনো আইনজীবী হাজির ছিলেন না৷

সেখানে উপস্থিত বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকম-এর বিশেষ প্রতিনিধি মবিনুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ‘‘দুপুর ১২টা ১৩ মিনিটের দিকে খালেদা জিয়াকে এজলাসে হাজির করা হয়৷ তাঁকে হুইল চেয়ারে করে আনা হয়৷ আদালতটা করা হয়েছে প্রশাসনিক ভবনে৷ খালেদা জিয়াকে কারাগারে যে ভবনে রাখা হয়েছে, সেখান থেকে এর দূরত্ব ৫-৭ মিনিটের হাঁটা পথ৷ সেখানে খালেদা জিয়ার কোনো আইনজীবী যাননি৷ আদালতে দুদকের আইনজীবী ( রাষ্ট্রপক্ষ) অ্যাডভোকোকেট মোশাররফ হোসেন কাজল জানান, খালেদা জিয়ার আইনজীবীদের সরকারের প্রজ্ঞাপন দেয়া হয়েছে৷ তাঁদের জানানো হয়েছে, তারপরও তাঁরা আসেননি৷ এরপর খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন আগামী  ১২ ও ১৩ সেপ্টেম্বর  নির্ধারণ করেন বিচারক আখতারুজ্জামান৷''

তিনি জানান, ‘‘এ সময় খালেদা জিয়া আদালতকে উদ্দেশ্য করে বলেন, আমি অসুস্থ৷ বারবার এখানে আসা সম্ভব না৷ আপনারা আগেও আমার বিচার করেছেন, এখনো করছেন৷ আপনাদের যা ইচ্ছা হয় সাজা দিয়ে দিন৷ আমি এই কোর্টে আর আসতে পারব না৷''

পুরনো কারাগারের আদালতে না যাওয়া প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘ওই আদালত সংবিধানবিরোধী৷ সংবিধান অনুযায়ী প্রকাশ্য আদালতে বিচার হতে হবে৷ জেলাখানা তো জেলখানা৷ সেখানে আবার বিচার হয় কিভাবে? সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রকাশ্যে বিচার হতে হবে৷''

‘জেলখানায় বিচার হয় কিভাবে? সংবিধান অনুযায়ী প্রকাশ্যে বিচার হতে হবে'

তিনি দাবি করেন, ‘‘জেলখানার ভিতরে যে আদালত করা হয়েছে, সেখানে সবার প্রবেশের সুযোগ নেই৷ এটা ক্যামেরা ট্রায়েল৷''

তিনি আরো বলেন, ‘‘আমরা সাংবাদিকদের কাছ থেকে শুনেছি, খালেদা জিয়া অসুস্থ৷ তিনি এই আদালতে ন্যায় বিচার পাবেন না বলে জানিয়েছেন৷''

খালেদা জিয়ার আইনজীবীর এই কথার জবাবে দুদকের আইনজীবী মোশাররফ কাজল ডয়চে ভেলেকে বলেন, ‘‘ওনাদের (খালেদা জিয়ার আইনজীবী) ইচ্ছে হয়নি, তাই আসেননি৷ এটা কোনো জেলখানা নয়৷ এটা এখন পরিত্যক্ত ভবন৷ আগে জেল খানা ছিল৷ খালেদা জিয়াকে যে ভবনে রাখা হয়েছে, সেখানে আদালত স্থাপন করা হয়নি৷ করা হয়েছে প্রশাসনিক ভবনে৷ এটা একটা মুক্ত আদালত৷সব গেট খোলা৷ যে কেউ এই আদালতে আসতে পারেন৷ তাঁরা না এসে কথা বললে তো হবে না৷ তাঁরা আসলে বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এসব কথা বলছেন৷'' 

‘খালেদা জিয়ার আইনজীবীরা রাজনৈতিক কারণে এসব কথা বলছেন’

কারাগারে আদালত স্থাপন করা যায় কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এটাতো জেলখানা নয়৷ এটা পুরনো জেলখানা৷ ওখানে জাদুঘর আছে৷ কম্বল কারখানা আছে৷ প্রশাসনিক ভবন তো আর জেলখানা নয়৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘খালেদা জিয়া যেহেতু দূরে যেতে চান না, তাই ওখানে আদালত স্থাপন করা হয়েছে৷ ৫-৭ মিনিটের হাঁটা পথ৷ তাঁর সুবিধার জন্যই এটা করা হয়েছে৷''

এদিকে প্রজ্ঞাপনে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার নতুন স্থাপিত পুরনো কারাগারের আদালতে করার কথা বলা হয়েছে৷ অন্যান্য মামলার ব্যাপারে কী হবে, তা জানা যায়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান