1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্ত বিশ্বকোষের কাজে ভাটা

২ এপ্রিল ২০১১

বেশ ভাটা পড়েছে উইকিপিডিয়ার উন্নয়ন কাজে৷ জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেয়া মুক্ত বিশ্বকোষের সম্পাদকরা এমনটাই জানালেন৷ তাই চলছে নতুন সম্পাদক খোঁজা এবং পুরানোদের ফিরিয়ে আনার চেষ্টা৷

https://p.dw.com/p/10mJR
wikimedia, Berlin, Editors, Wikipedia, বার্লিন, অনুষ্ঠিত, সম্মেলন, মুক্ত বিশ্বকোষ, সম্পাদক, উইকিপিডিয়া
বার্লিনে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেয়া মুক্ত বিশ্বকোষের সম্পাদকরাছবি: CC-BY-SA 3.0 Mathias Schindler

চিলি থেকে এসেছিলেন উইকিপিডিয়ার একজন সম্পাদক, অসমার বালদেবেনিতো, তিনি জানালেন, চিলিতে এই মুক্তকোষে কাজ করতে নিজেদের নাম তালিকাভুক্ত করেছেন আট'শ জন৷ এদের মধ্য মাত্র একজন নারী সম্পাদক আছেন, যিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন৷ আর কোন নারী সম্পাদক নেই, যিনি আন্তরিকতার সঙ্গে কাজ করেন৷

এ রকম অনেক চিত্রই ফুটে উঠছে ইন্টারনেটে এই মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় বিষয়ক সম্মেলনে৷ ২০০১ সালে চালু হয় এটি৷ প্রথম পর্যায়ে বেশ জনপ্রিয়তা থাকলেও এখন কেন জানি এই কাজে আগ্রহী মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে৷ এই মুক্তকোষ গড়তে, এতে সমসাময়িক তথ্য হালনাগাদ করতে যারা কাজ করেন তারা সকলেই স্বেচ্ছাসেবী৷

উইকিপিডিয়ার পরিচালন প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন তাদের এতদিনের কাজের একটি মূল্যায়ন করতে এই সম্মেলনের আয়োজন করে ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত৷ এখানে এসেছিলেন উইকিপিডিয়ার পাঁচটি প্রধান ভাষা, ইংরেজি, ফরাসি, জার্মান, রুশ এবং জাপানি ভাষার সঙ্গে সংশ্লিষ্ট সম্পাদকরা৷ অন্যান্য ভাষার সম্পাদকরাও ছিলেন এখানে৷

সম্মেলনে তাঁরা আলোচনা করেন, কী করে আরও উন্নতি করা যায় এই মুক্ত বিশ্বকোষকে৷ একই সঙ্গে সমস্যাগুলোও তুলে ধরেন তাঁরা৷ এই সম্মেলনের আগে উইকিমিডিয়া থেকে যে প্রতিবেদনটি বের করা হয়েছে, তাতে বলা হয়েছে, এই ইন্টারনেট সাইটের জন্য নতুন স্বেচ্ছাসেবী সম্পাদকদের আগমন অনেকটাই কমে গেছে৷ তাছাড়া পুরানো সম্পাদকরাও ছেড়ে যাচ্ছেন তাদের৷

ঐ প্রতিবেদনে বলা হচ্ছে, উইকিপিডিয়ায় সম্পাদকদের মধ্যে নারী সম্পাদকের সংখ্যা খুবই নগণ্য, মাত্র সাড়ে ১২ ভাগ৷ যদিও এদের মধ্যে কেবল নাম তালিকাভুক্ত করে রেখেছেন অনেকেই, তারা কাজ খুব একটা করেন না৷ তাই নারীদের সম্পৃক্ততা আরও বাড়ানো যায় কি করে, তা নিয়েই সেখানে হয় আলোচনা৷ তাছাড়া পুরানো যে সকল সম্পাদক উইকিপিডিয়া ছেড়ে গেছেন, তাদের আবারো এদিকে ফিরিয়ে আনতে কার্যকর কিছু পদক্ষেপও নিচ্ছেন তারা৷ একই সঙ্গে তরুণ এবং বয়োজ্যেষ্ঠ, উভয়ের জন্যই দ্বার খুলে রাখতে চায় উইকিপিডিয়া৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন