1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুখ্যমন্ত্রীর কাশ্মীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক

৭ অক্টোবর ২০১০

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বিতর্কিত মন্তব্যকে ঘিরে বিধানসভা রণক্ষেত্রের চেহারা নেয়৷ বিজেপি ও প্যান্থার পার্টির আচরণ উচ্ছৃঙ্খল হয়ে উঠলে তাঁদের জোর করে সভাকক্ষ থেকে বের করে দেয়া হয়৷

https://p.dw.com/p/PY9D
বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (ফাইল ফটো)ছবি: dpa

ধাক্কাধাক্কিতে আহত হয়ে হাসপাতালে যেতে হয় বিধায়ককে৷

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করায় আজ বিজেপি এবং প্যান্থার পার্টির বিধায়করা এটাকে দেশ বিরোধী মন্তব্য বলে মুখ্যমন্ত্রীকে চেপে ধরেন৷ হৈ হট্টগোল শুরু করে তাঁরা স্পিকারের মঞ্চের দিকে ধেয়ে যায় এবং ভাঙচুর চালায়৷ স্পিকার মহম্মদ আকবর লোন তখন মার্শাল দিয়ে তাঁদের সভাকক্ষ থেকে বের করে দেন৷ বলেন, সবাইকে বলার সুযোগ দেব, কিন্তু এই ধরণের হল্লাগুল্লা বরদাস্ত করব না৷

Flash-Galerie Supermacht Indien - 60 Jahre demokratische Verfassung
অশান্ত কাশ্মীর (ফাইল ফটো)ছবি: picture-alliance/ dpa

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ? বলেছেন ১৯৪৭-এ কাশ্মীর ভারতের অঙ্গীভূত হয়নি৷ এক চুক্তির মাধ্যমে স্রেফ ভারতের সঙ্গে কাশ্মীরের যোগ দেবার কথা বলা হয়েছে৷ আর সেটা এক বিশেষ পরিস্থিতিতে৷ সেই চুক্তির বিভিন্ন সংস্থান ধীরে ধীরে নিষ্ক্রিয় করে এখন বলা হচ্ছে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হোক৷ কারণ কাশ্মীর ভারতের অবিচ্ছিন্ন অঙ্গ৷ কাশ্মীর যদি বিবাদিত ইস্যু না হয়, তাহলে কেন হয় সিমলা চুক্তি, লাহোর ঘোষণাপত্র? কেন হয় আগ্রা ও দিল্লি বৈঠক? প্রশ্ন মুখ্যমন্ত্রীর৷

এই প্রসঙ্গে রাজ্যের প্রধান বিরোধr দল পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতির মন্তব্য, মুখ্যমন্ত্রী তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন৷ সেটা ধরে রাখতে এখন তিনি শুরু করেছেন নাটকবাজি৷ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর দ্বিতীয় বিতর্কিত মন্তব্য কেন্দ্রের বিরুদ্ধে৷ বলেছেন কেন্দ্র তাঁকে হাতের পুতুল বানাতে চাইছে, সেটা হতে পারেনা৷ বিজেপির পাল্টা প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী কারোর হাতের পুতুল হবেন না, ভাল কথা৷ কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের হাতের পুতুল যেন না হন৷

আজকের ঘটনার পর বিজেপি এবং প্যান্থার পার্টি বিধানসভা বয়কটের ঘোষণা দিয়েছে৷ পিডিপি আগে থেকেই অধিবেশন বয়কট করে চলেছে৷ জম্মু-কাশ্মীর বিধানসভার ৮৭জন বিধায়কের মধ্যে পিডিপি,বিজেপি ও প্যান্থার পার্টির বিধায়ক মোট ৩৫জন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন