1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুগদা হাসপাতালে আগুন

২১ অক্টোবর ২০২১

ঢাকায় মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে পরিচ্ছনতা কাজের সময় আগুন লেগে অন্তত পাঁচ কর্মী দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন একজন৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/41xXK
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালছবি: Mortuza Rashed

হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা খন্দকার তৌফিক বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালের ছয় তলায় একটি আইসিইউতে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে৷ পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন৷

মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডের সময় ওই ইউনিটে কোনো রোগী ছিল না, যে ছয়জন আহত হয়েছেন তারা সবাই হাসপাতালের কর্মী৷ ‘‘ঘটনার সময় কোনো রোগী সেখানে ছিল না৷ হাসপাতালের কর্মীরাই পরিচ্ছন্নতার কাজ করছিলেন৷ আজ কাজ হচ্ছিল ক্যাথল্যাবে৷ আহতদের এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে,'' বলেন তিনি৷

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানিয়েছেন, সাতটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে৷ আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস৷

অগ্নিকাণ্ডের পর মুগদা হাসপাতালের ছয় কর্মীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে৷ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান