1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুঠোফোন খোলা রাখা যাবে উড়োজাহাজে

২৯ মে ২০১০

উড়োজাহাজে উঠেছেন৷ একটু পরই সেটি পাখা মেলবে আকাশে৷ সব প্রস্তুতির কথা জানানো হচ্ছে৷ বিমানবালা সব কথার সঙ্গে একটি কথা খুব বিনয়ের সঙ্গে বললেন, ‘দয়া করে আপনাদের মুঠোফোনটি সুইস অফ করে দিন৷’

https://p.dw.com/p/NcXt
ছবি: AP

অনিচ্ছা সত্বেও বন্ধ করে দিতে হয় মুঠোফোন৷ উফ্ ... আরেকটু পর বললে কি হতো, তাহলে প্রিয়জনের সঙ্গে আরেকটু কথা বলা যেতো৷

এই ‘উফ্' হয়তো আপনাকে আর বেশী দিন বলতে হবে না৷ কারণ, আপনার ব্যক্তিগত মোবাইল ফোনটি হয়তো আর বন্ধ করতে হবে না হাজার হাজার ফুট উপরে গিয়েও আপনি সংযুক্ত আপনার নেটওয়ার্কে৷ সেই দিন আসছে৷ তবে একটু কাটছাট উপায়ে৷ অর্থাৎ কথা নয়, ইমেল এবং টেক্স্ট ম্যাসেজ বা এসএমএস করতে পারবেন আপনি৷ সেই ব্যবস্থাই করা হচ্ছে৷ অন্তত একটি বিমান সংস্থার কাছ থেকে গতকাল শুক্রবার এমন ঘোষণাই আসলো৷

China zwei Frauen mit Handy in Peking
উড়ালে থাকা প্রিয়জন পেয়ে যাবে আপনার এসমএস... শিগগিরইছবি: AP

এয়ার নিউজিল্যান্ড বলেছে, প্রথম পর্যায়ে কিছু যাত্রীকে বিমান থেকেই এসএমএস এবং ইমেইল করার সুযোগ দেয়া হবে৷ তবে কোন ফোন কল করা বা গ্রহণ করতে পারবেন না৷ ফোন রাখতে হবে ‘সাইলেন্ট মুডে'৷ কেবল নিজেদের আইফোন, ব্ল্যাকবেরি কিংবা যেকোন জিএসএম মোবাইল ফোন ব্যবহার করে তারা এই সুযোগ ব্যবহার করতে পারবেন৷

আপাতত এই বিমান সংস্থার নতুন ৭৭৭-৩০০ এয়ারক্রাফটে থাকবে এই সুযোগ, আগামী নভেম্বর থেকে৷ আর যদি নিজেদের জিপিআরএস সংযুক্ত ল্যাপটপ বা নোটপ্যাড সাইড ব্যাগে থাকে, তাহলে সেটার ডালা খুলে নিয়ে চলে যেতে পারবেন অন্তর্জাল বা ইন্টারনেট ভুবনে৷ বিশেষ যাত্রীদের কাছ থেকে পাওয়া মতামতের পর, তাদের এই সেবা সাধারণ সকল যাত্রীর জন্য উন্মুক্ত করে দেয়া হবে৷ অবশ্য এ জন্য যথাযথ কর্তৃপক্ষের ছোট্ট একটি অনুমতির প্রয়োজন রয়েছে৷ আর তা পাওয়া যাবে- এমন আশা এয়ার নিউজিল্যান্ডের৷

তবে কি বিমানে নিজের মুঠোফোন বা ইন্টারনেট ব্যবহারের জন্য বাড়তি অর্থ গুনতে হবে? প্রশ্নের জবাবে এয়ার নিউজিল্যান্ডের মুখাপাত্র এড সিমসের সুসংবাদ, না- তারা কোন বিল নেবেন না৷ রোমিং ফোনের জন্য যে বিল গ্রাহক দিতেন, সেই বিলই পরিশোধ করতে হবে স্ব স্ব মোবাইল ফোন কোম্পানিকে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম