1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুবারকের নতুন উদ্যোগ, কিন্তু আন্দোলন থামছে না

৮ ফেব্রুয়ারি ২০১১

বিক্ষোভ থামাতে আবারও নতুন উদ্যোগ নিয়ে সামনে এলেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক৷ কিন্তু তাহরির চত্বরে জনতার সমাগম কমছে না৷ কারণ তাদের দাবি একটাই৷ মুবারকের পদত্যাগ৷

https://p.dw.com/p/10CqC
মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকছবি: picture-alliance/dpa

নতুন উদ্যোগ

আজ তিনি একটি ডিক্রি জারি করেছেন৷ এর মাধ্যমে তিনি একটি কমিটির অনুমোদন দিলেন৷ এই কমিটি সংবিধান সংশোধনের বিষয়টি দেখবে৷ এসব তথ্য দিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট ওমর সুলাইমান৷ এছাড়া বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য একটি ফলো-আপ কমিটি গঠন করতে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান সুলাইমান৷ তৃতীয় আরেকটি কমিটি গঠনেরও আভাষ দিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট সুলাইমান৷ গত বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে মুবারক সমর্থকদের যে সংঘর্ষ হয়েছে সে ব্যাপারটি তদন্ত করে দেখবে ঐ কমিটি৷ এদিকে সুলাইমান তাঁর নিজের একটি বক্তব্য বলেছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্দিষ্ট একটা পরিকল্পনা ও সময়সূচি গ্রহণ করা হয়েছে৷

NO FLASH Ägypten Proteste
ছবি: picture alliance/dpa

আন্দোলন

কিন্তু এসব সিদ্ধান্ত আন্দোলনে কোনো প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে না৷ কারণ এখনো তাহরির চত্বরে হাজার হাজার মানুষ সমবেত হয়ে আছে৷ তারা বলছে, মুবারক না যাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে৷

সংবিধান সংশোধন কতটা গুরুত্বপূর্ণ?

বেশ গুরুত্বপূর্ণ৷ কেননা এখন যদি মুবারক পদত্যাগ করেন, তাহলে সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন দিতে হবে৷ আর সেটা হলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবে মুবারকের দল থেকেই৷ কারণ বর্তমান সংবিধানে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য কিছু ‘অসম্ভব শর্ত' দেয়া রয়েছে বলে জানিয়েছেন ‘ইজিপ্শিয়ান ইনিশিয়েটিভ ফর পারসোনাল রাইটস' নামক একটি সংস্থার প্রধান হোশাম বাহগাত৷ ফলে মুবারকের দলের লোক ছাড়া আর কারও পক্ষে নির্বাচন করা সম্ভব নাও হতে পারে৷ তাই তিনি মনে করেন, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন করা হবে একটা ‘বিপর্যয়'৷

অর্থনীতিতে প্রভাব

বিখ্যাত রেটিং সংস্থা ‘ক্রেডিট অ্যাগ্রিকোল' বলছে, প্রতিদিন কমপক্ষে ৩১ কোটি ডলার ক্ষতি হচ্ছে৷ তাই এ বছর প্রবৃদ্ধির হার ৫.৩ থেকে কমিয়ে ৩.৭ শতাংশ করা হয়েছে৷ এর কারণ হলো, প্রায় ১০ দিন ধরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল৷ শেয়ারবাজার এখনো বন্ধ রয়েছে৷ খুলবে আগামী সপ্তাহে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান