1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বইয়ে তৈরি হতে যাচ্ছে ভারতের সিনে মিউজিয়াম

২০ মার্চ ২০১০

২০১৩ সালের মধ্যে মুম্বইয়ে তৈরি হতে যাচ্ছে ভারতের সিনে মিউজিয়াম৷ ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক অধিবেশনের শেষ দিনে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনি একথা জানান৷

https://p.dw.com/p/MYHK
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনিছবি: UNI

এই অনুষ্ঠানে নতুন নতুন অনেক পদক্ষেপ গ্রহণের কথাও ঘোষণা করেন মন্ত্রী যা কিনা ভারতের সিনেমা প্রেমিকদের জন্য সত্যিই আনন্দের এক বার্তা৷ তিনি বলেন, ‘‘পশ্চিমে ভারতীয় সিনেমার বাজার রয়েছে৷ তবে, সত্যি বলতে বাজারটা খুব বড়ও নয়৷ ভারতীয় সিনেমা এখনও আর্ন্তজাতিক বাজারে ভালভাবে উপস্থিত হতে পারেনি৷ ভারতীয় ছবি পশ্চিমের দর্শকদের সেভাবে টানতে পারছেনা এবং তাদের পছন্দ মতও তৈরি হচ্ছে না৷''

তিনি মনে করেন প্রকৌশলগত দিক দিয়ে ভারতের সিনে জগতকে আরও আধুনিক করে তোলা প্রয়োজন৷ আর এই কারণে স্পেশাল এফেক্ট ইত্যাদির সর্বাধুনিক প্রয়োগ শেখানোর জন্য ভারত সরকার ৫২ কোটি রূপি ব্যয়ে ন্যাশনাল সেন্টার ফর এনিমেশন তৈরির প্রকল্প হাতে নিয়েছে৷ আর এই প্রতিষ্ঠান প্রশিক্ষণ দেবে তাদের যারা কিনা এনিমেশন ছবির ক্ষেত্রে তাদের কেরিয়ার গড়তে চায়৷

মন্ত্রী অম্বিকা সোনি আরও বলেন, ২০১৩ সালে ভারতীয় সিনেমার শতবর্ষ পূর্ণ হবে৷ আর সেই উপলক্ষে নির্মিত হবে ফিল্ম মিউজিয়াম৷ একটি জাতীয় হেরিটেজ মিশন শুরু করার পরিকল্পনাও সরকার করছে বলে অম্বিকা সোনি জানান৷ এটি হবে অনেকটা আর্কাইভের মত৷ আগামী দুই বছরের মধ্যে এই আর্কাইভ গঠন করা সম্ভব হবে৷ আর এই প্রকল্পে ৬৬০ কোটি রূপি ব্যয় হবে বলে তিনি জানান৷

মন্ত্রী বলেন, ভবিষ্যতে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি আরও সমৃদ্ধ হতে চায় তবে অবশ্যই বেআইনিভাবে কপি করা ছবির প্রকাশ ও প্রচার বন্ধ করতে হবে৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ-আল ফারূক