1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বই চলচ্চিত্র উৎসবে অলিভার স্টোন

২৯ অক্টোবর ২০১০

১২তম মুম্বই চলচ্চিত্র উৎসবে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন অস্কার বিজয়ী পরিচালক অলিভার স্টোন৷ এসময় তিনি প্রশংসা করলেন ভারতের এবং সাথে বলিউডের চলচ্চিত্র শিল্পের দীর্ঘ ঐতিহ্যের৷

https://p.dw.com/p/PrTG
Director, Oliver, Stone, actress, Carey, Mulligan, film, festival, মুম্বই, চলচ্চিত্র, উৎসব, অলিভার, স্টোন
(বাম থেকে) অলিভার স্টোন, অভিনেত্রী ক্যারি ম্যালিগ্যান, অভিনেতা মাইকেল ডগলাস এবং শিয়া লাবেউফ (ফাইল ছবি)ছবি: AP

পুরনো স্মৃতি হাতড়ে স্টোন বললেন, ‘‘অনেক বছর আগে তরুণ হিসেবে নতুন চিন্তাধারার খোঁজে আমি এসেছিলাম কলকাতায়৷ এরপর আমি অনেকবার ফিরে ফিরে এসেছি এবং তোমাদের কাছ থেকে শিখেছি অনেক কিছু৷'' পুরস্কার গ্রহণ করে স্টোনের অভিব্যক্তি, ‘‘তোমাদের একটা সমৃদ্ধ সংস্কৃতি আছে এবং তোমরা উঁচু মাপের ছবি তৈরি কর৷ তোমাদের কাছ থেকে পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি৷''

স্টোনের শেষ ছবি ‘‘ওয়াল স্ট্রিট: মানি নেভার স্লিপস'' অত্যন্ত ব্যবসা সফল ছবি৷ এটিকে তিনি তাঁর ১৯৮৭ সালে তৈরি ক্ল্যাসিক ছবি ‘‘ওয়াল স্ট্রিট'' এর ধারাবাহিকতা হিসেবে দাঁড় করিয়েছিলেন৷ নতুন ছবি প্রসঙ্গে ক'দিন আগে স্টোন মন্তব্য করেন যে, তাঁর নতুন ছবিটি হয়তো অনেককে হতাশ করবে৷ তাঁর ভাষায়, ‘‘আমি ভাবছি যে, এটা হয়তো কাউকে হতাশ করতে পারে৷ কারণ এটা সেই আগের ‘ওয়াল স্ট্রিট' নয়৷ কিন্তু আমি সত্যিই কখনো সেই ছবি আর তৈরি করতে পারবো না৷ এটা নতুন ওয়াল স্ট্রিট এবং নানা দিক থেকেই এটি প্রথমটির চেয়ে খারাপ৷''

যাহোক, তিন দশকের পেশাগত জীবনে স্টোন তিনবার অস্কার জয় করেন৷ যুদ্ধ, লোভ এবং রাজনীতি নিয়েই নির্মিত হয়েছে স্টোনের অধিকাংশ ছবি৷ ৬৪ বছর বয়সি এই চলচ্চিত্র পরিচালক বলেন, ২০০৪ সালে নির্মিত মহাকাব্যিক ছবি ‘আলেক্সান্ডার' নতুন করে পরিচয় করিয়ে দিতেই তাঁর এবারের ভারত সফর৷ অ্যাঞ্জেলিনা জোলি, কলিন ফারেল এবং অ্যান্থনি হপকিন্স অভিনয় করেছেন এই ছবিটিতে৷ এটির বেশ কিছু চিত্র ধারণ করা হয় ভারতে৷ ‘আলেক্সান্ডার' প্রসঙ্গে স্টোন বলেন, ‘‘এটি তিন বছরের প্রচেষ্টার ফল৷ ছবিটির নতুন সংস্করণে কাঠামোতে কিছু পরিবর্তন আনা হয়েছে৷ ফলে এখন ছবিটি নানা ধরণের সম্পর্ক ও সম্বন্ধ বোঝার সুযোগ সৃষ্টি করেছে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য