1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বই-তে ফ্লেমিঙ্গোরা আসে

সোনিয়া ফালনিকর/এসি৪ আগস্ট ২০১৬

মুম্বই শহরে আর যারই বাস হোক, ত্রিশ হাজার ফ্লেমিঙ্গো পাখিও যে বছর বছর এখানে আসে, সেটা কি জানতেন? তাহলে চলুন থানে ক্রিকে, যেখানে প্রকৃতির ভারসাম্য যেমন জটিল, ঠিক ততোটাই ভঙ্গুর৷

https://p.dw.com/p/1JbKD
Flamingos in Bombay, Indien
ছবি: B. Ali

মেগাসিটি মুম্বই-তে দু'কোটির বেশি মানুষ থাকেন৷ তাদের অর্ধেকের বেশি থাকেন ঝুগ্গি, অর্থাৎ বস্তিতে৷ আবার মুম্বইতে এ ধরনের অসাধারণ প্রাকৃতিক দৃশ্যও দেখতে পাওয়া যায়, কেননা থানে ক্রিকে প্রতিবছর ত্রিশ হাজারের বেশি ফ্লেমিঙ্গো পাখি আসে উত্তরের গুজরাত রাজ্য থেকে; কিছু পাখি আসে এমনকি মধ্যপ্রাচ্য থেকে৷

খাঁড়ির উত্তর দিকটা গতবছর থেকে সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করা হয়েছে৷ এখানে ম্যানগ্রোভ অরণ্যের কোনো কমতি নেই৷ শুধুমাত্র নৌকো করে এখানে আসা যায়৷

মেরিন বায়োলজিস্ট এন বাসুদেবন বনবিভাগের হয়ে কাজ করেন৷ মুম্বই-এর ম্যানগ্রোভ অরণ্যের সুরক্ষা তাঁর দায়িত্বে৷ বাসুদেবন বলেন, ‘‘বসন্তে জোয়ার এলে গোটা এলাকাটা নোনাজলে ভরে যায়৷ এ ধরনের পরিস্থিতিতে অন্য গাছ বাড়তে পারে না৷ কিন্তু ম্যানগ্রোভদের খাপ খাইয়ে নেওয়ার বিশেষ ক্ষমতা আছে, যে কারণে তারা সব সত্ত্বেও বাড়তে পারে৷ ম্যানগ্রোভদের সে ক্ষমতা না থাকলে, গোটা জঙ্গলটাই নিশ্চিহ্ন হয়ে যেতো৷''

ভারতে মুম্বইয়ের পাশেই আছে ম্যানগ্রোভ অরণ্য

থানে ক্রিকের ম্যানগ্রোভ অরণ্যে নানাধরনের উদ্ভিদ ও প্রাণী থাকে৷ খাদ্যের কোনো অভাব নেই৷ ফ্লেমিঙ্গোরা যে অ্যালজি বা সমুদ্রশৈবাল খায়, তা গজায় খাঁড়ির কাদায়; ভাটা এলে সেগুলো বেরিয়ে পড়ে৷ এছাড়া কাদার মধ্যে অনেক ঝিনুক, শামুক, কাঁকড়া লুকিয়ে থাকে - তাও খায় ফ্লেমিঙ্গোরা৷ বহু মাছ ও কাঁকড়া ম্যানগ্রোভ অরণ্যে ডিম পাড়ে৷

তবে মুম্বই শহরের মাঝখানে এই বায়োটোপ যে একেবারে প্রকৃতির স্বর্গ, এমন নয়৷ শৌচাগার আর নিষ্কাশন পদ্ধতির অভাবে ময়লা জল সরাসরি সাগরে গিয়ে পড়ে, যেমন পড়ে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য৷ তার ফলে ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূল বুজে আসে৷ পরিবেশের ক্ষণভঙ্গুর ভারসাম্য ব্যাহত হয়৷ বাসুদেবন জানালেন, ‘‘আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তার মধ্যে নগর কর্তৃপক্ষও আছেন৷ কয়েক বছরের মধ্যেই তা কার্যকরী হবে বলে আমার বিশ্বাস৷ একটি বড় সিউয়েজ ট্রিটমেন্ট ফেসিলিটি বসাতে হবে, শুধু এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায়৷''

পরিবেশ দূষণ একমাত্র বিপদ নয়৷ গোটা মুম্বই জুড়ে বেআইনি বসতি একটা বড় সমস্যা৷ কোথাও কোথাও নতুন বস্তি তৈরি জন্য ম্যানগ্রোভ অরণ্য কেটে ফেলা হয়েছে৷ এও এক কঠিন বাস্তব৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য