1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মুম্বই স্টাইল’ হামলা ভন্ডুল করে দিল ডেনমার্ক

৩০ ডিসেম্বর ২০১০

ডেনমার্ক ও সুইডেন থেকে সন্দেহভাজন পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা একটি ড্যানিশ পত্রিকার কার্যালয়ে ‘মুম্বই স্টাইল’ হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করেছে দুদেশের গোয়েন্দা সংস্থা৷

https://p.dw.com/p/zrJc
‘জাইল্যান্ডস-পোস্টেন' এর কার্যালয়ছবি: AP

কেন হামলা?

২০০৫ সালে ড্যানিশ পত্রিকা ‘জাইল্যান্ডস-পোস্টেন' এ মহানবীকে নিয়ে ১২টি কার্টুন ছাপা হয়েছিল৷ কুর্ট ভেস্টারগার্ড নামে এক কার্টুনিস্ট এগুলো এঁকেছিলেন৷ কিন্তু মুসলমানদের কাছে কার্টুনগুলো ব্যাঙ্গাত্মক মনে হওয়ায় সেসময় সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ সমাবেশ করেছিল৷ বিভিন্ন দেশে থাকা ড্যানিশ কোম্পানিগুলোকেও তোপের মুখে পড়তে হয়েছিল৷ ডেনমার্কের সঙ্গে কয়েকটি দেশের সম্পর্কেরও অবনতি হয়েছিল৷ কার্টুনিস্টের উপরও হামলার ঘটনা ঘটেছে৷ এই ঘটনাগুলোর রেশ এখনো মিইয়ে যায়নি৷ এবারের ঘটনা সেরকমই ছিল৷ গ্রেপ্তারকৃতরা ‘জাইল্যান্ডস-পোস্টেন' অফিসে গিয়ে মুম্বইয়ের মত হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ৷

গ্রেপ্তার

ডেনমার্ক থেকে চারজন আর সুইডেন থেকে গ্রেপ্তার করা হয় একজনকে৷ ড্যানিশ গোয়েন্দা সংস্থা ‘পেট' বলছে, অনেকদিন ধরে পর্যবেক্ষণ করার পর নিশ্চিত হয়ে ঐ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা পত্রিকা কার্যালয়ে হামলা করে যতজনকে সম্ভব মারার পরিকল্পনা করছিল৷ ড্যানিশ বিচারমন্ত্রী বলছেন, গ্রেপ্তারের কারণে এমন একটা হামলা এড়ানো গেল যেটা ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হতে পারতো৷ এদিকে পেট-এর প্রধান এয়াকোব জারফের ধারণা গ্রেপ্তারকৃতরা কোনো ইসলামি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকতে পারে৷ গ্রেপ্তারের সময় গুলিসহ একটি সাব-মেশিন গান এবং হ্যান্ডকাফ হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন কিছু প্লাস্টিকের দড়ি উদ্ধার করা হয়৷

গ্রেপ্তারকৃতদের পরিচয়

সুইডেনে যাকে ধরা হয়েছে সে তিউনিশিয়ান বংশোদ্ভূত সুইডিশ নাগরিক৷ আর ডেনমার্কে গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন করে তিউনিশিয়া, সুইডেন ও ইরাকের নাগরিক৷ আর অন্যজন লেবাননি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক৷ অর্থাৎ পাঁচজনের চারজনই কোনো না কোনোভাবে মুসলিম দেশের সঙ্গে জড়িত৷

কার্টুনিস্ট কোথায়?

কার্টুনিস্ট ভেস্টারগার্ডকে এখন সবসময় পুলিশি পাহারায় থাকতে হচ্ছে৷ বিশেষ করে এবছরের শুরুতে সোমালীয় এক নাগরিক তাঁর বাড়িতে ঢুকে হামলার চেষ্টা করে৷ এ ঘটনার পর তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হয়৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই