1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বই হামলার জন্য পাক মেডেল দাবি রানার

১ ডিসেম্বর ২০২০

২৬/১১ হামলায় যুক্ত থাকার অভিযোগে অ্যামেরিকায় আটক তাহাউর রানা। ওই হামলার জন্য পাকিস্তানের মেডেল চেয়েছেন তিনি।

https://p.dw.com/p/3m35L
ছবি: picture-alliance/dpa

২০০৮ সালে মুম্বইয়ে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানোর জন্য তাঁর পাকিস্তানের 'টপ ক্লাস' মেডেল পাওয়া উচিত। যে নয় লস্কর জঙ্গি আক্রমণ চালিয়েছিল এবং পরে পুলিশের গুলিতে নিহত হয়, তাদের পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদক দেওয়া উচিত। সম্প্রতি এমনই দাবি করেছেন তাহাউর রানা। পাকিস্তান বংশোদ্ভূত এই ক্যানাডিয়ান ব্যবসায়ী বর্তমানে অ্যামেরিকার জেলে বন্দি। মুম্বই হামলার সঙ্গে যুক্ত থাকার জন্য ভারত তাঁর হেফাজত দাবি করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অ্যামেরিকার একটি আদালতে তার শুনানি হবে।

২০০৮ সালের মুম্বই হামলা ২৬/১১ বলে পরিচিত। ১০ জন লস্কর-ই-তৈয়বা জঙ্গি মুম্বইয়ের একাধিক জায়গায় হামলা চালায়। ঘটনায় মৃত্যু হয়েছিল ১৬৬ জন সাধারণ মানুষের। যার মধ্যে বেশ কিছু বিদেশিও ছিলেন। সেই ঘটনায় যুক্ত থাকার অপরাধে ২০০৯ সালে অ্যামেরিকায় গ্রেফতার হন ডেভিড কোলম্যান হেডলি। আদালতে তিনি অপরাধ স্বীকার করে নেন। আপাতত ৩৫ বছরের সাজা ভোগ করছেন হেডলি। যদিও ভারত হেডলিরও হেফাজত চেয়েছিল।

অভিযোগ, হেডলি একটি সংস্থার প্রতিনিধি হিসেবে ভারতে এসে মুম্বই হামলার পরিকল্পনা করেছিলেন। প্রতিটি জায়গার বিস্তারিত ছবি তুলে নিয়ে গিয়েছিলেন। পাকিস্তানে লস্কর নেতাদের সঙ্গে পরামর্শ করে এরপর গোটা হামলার ছক তৈরি করা হয়। সেই পরিকল্পনায় অংশ নিয়েছিলেন রানা। ক্যানাডিয়ান এই ব্যবসায়ী হেডলির বন্ধু ছিলেন। টেলিফোনে হেডলি রানাকে জানিয়েছিলেন, ১৯৭১ সালের বদলা নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। রানা হেডলিকে সাহায্য করার কথা জানান। যে সংস্থার প্রতিনিধি হিসেবে হেডলি ভারতে এসেছিলেন, তা রানারই কোম্পানি। শুধু তাই নয়, হেডলি না থাকলে রানাই পাকিস্তানের লস্কর নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ। হেডলি কী ভাবে হামলার পরিকল্পনা করছেন, তার ব্লু প্রিন্ট রানা জানতেন বলেও ভারত দাবি করেছে।

মার্কিন আদালতে আইনজীবীরা দাবি করেছেন, তাঁদের হাতে একটি টেপ রয়েছে। হেডলি এবং রানার টেলিফোনে আলোচনার টেপ। সেখানেই রানা হেডলিকে জানিয়েছেন, তিনি যেন লস্কর নেতাদের বলেন, ২৬/১১ হামলার জন্য পাকিস্তানের 'টপ ক্লাস' মেডেল রানার প্রাপ্য। একই সঙ্গে নয় জন লস্কর জঙ্গিরও সর্বোচ্চ সামরিক সম্মান পাওয়া উচিত।

উল্লেখ্য, ১০ লস্কর জঙ্গি মুম্বই হামলায় অংশ নিয়েছিল। তার মধ্যে আজমল কাসভকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। তার কাছ থেকে বহু তথ্য পান গোয়েন্দারা। সেই তথ্য সাজিয়েই হেডলি, রানাদের সন্ধান পান ভারতীয় গোয়েন্দারা।

এসজি/জিএইচ (পিটিআই)