1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুশফিকের ডাবল সেঞ্চুরি

২৪ ফেব্রুয়ারি ২০২০

জিম্বাবোয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৫৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ৷ ডাবল সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম৷ সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুমিনুলও৷

https://p.dw.com/p/3YHhI
ছবি: Getty Images/AFP/M. U. Zaman

তামিমকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিক এখন মুশফিকুর রহিম৷ জিম্বাবোয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে তার রান দাঁড়িয়েছে চার হাজার ৪১৩৷আর তামিম ইকবালের রান চার হাজার ৪০৫৷ এদিকে মুশফিকের ক্যারিয়ারে তৃতীয় দ্বিশত রানের পরই জিম্বাবোয়ের বিপক্ষে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ৷ ৬ উইকেটে ৫৬০ রান তুলেছেন মুমিনুল হকরা৷ অধিনায়ক নিজেও করেছেন সেঞ্চুরি৷ তার ইনিংস থামে ১৩২ রানে৷

আগের দিনের (৩ উইকেটে) ২৪০ রান নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ৷ ১৫৬ বলে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল৷ টেস্টে এটি তার নবম সেঞ্চুরি৷ এ ইনিংসের মধ্য দিয়ে তিনি স্পর্শ করলেন তামিম ইকবালের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড৷

Cricket Testspiel zwischen Bangladesch und Zimbabwe -Mushfiqur Rahim
মুমিনুল করেছেন ১৩২ রানছবি: Getty Images/AFP/M. U. Zaman

সেঞ্চুরির পথে ধীরে সুস্থে এগিয়েছেন মুশফিকও৷ ১৬০ বল খেলে ১৮ চারের সহায়তায় তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি৷ এটি টেস্টে তার সপ্তম সেঞ্চুরি৷ আইন্সলে এনডিলোভুর দুর্দান্ত ক্যাচে ১৩২ রানে ফেরেন মুমিনুল৷ এর মধ্য দিয়ে ভাঙে ২২২ রানের জুটি৷ ১০০ রানের জুটি গড়েন মুশফিক আর লিটন৷ ৫৩ করে লিটন আউট হলেও ডাবল সেঞ্চুরি ঠিকই তুলে নেন মুশফিক৷ অপরাজিত ছিলেন ২০৩ রানে৷

প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হওয়া জিম্বাবোয়ে ব্যাটিংয়ে নেমেই পড়েছে বিপর্যয়ে৷ শুরুতেই জোড়া আঘাত হানেন নাঈম হাসান৷ দিনশেষে সফরকারীদের স্কোর দুই উইকেটে নয়৷ ইনিংস পরাজয় এড়াতে জিম্বাবোয়ের এখনো ২৮৬ রান প্রয়োজন৷

সংক্ষিপ্ত স্কোরে: জিম্বাবোয়ে ১ম ইনিংস: ২৬৫/১০, ২য় ইনিংস ৯/২ (নাঈম ৩-১-৪-২)

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬০/৩ ডিক্লে. (মুমিনুল ১৩২, মুশফিক ২০৩*, মিঠুন ১৭, লিটন ৫৩, তাইজুল ১৪*; টিরিপানো ৩০-৬-৯৬-১, নিয়াউচি ২৭-৩-৮৭-১, রাজা ৩০-১-১১১-১, টিশুমা ২৫-০-৮৫-১, এনডিলোভু ৪২-১-১৭০-২)

এফএএস/এসিবি

গত নভেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য