1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুষড়ে পড়েছে জার্মান দল, উৎসব বন্ধ

৯ জুলাই ২০১০

পর পর দু’বার বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর জার্মান টিম স্বাভাবিক কারণেই বেশ মুষড়ে পড়েছে৷ স্পেনের কাছে ১-০ গোলে হারার শোক খেলোয়াড়রা এখনো কাটাতে পারছেন না৷

https://p.dw.com/p/OEZf
German national soccer team
জার্মান দলে এখন হতাশাছবি: AP

ম্যাচের একদিন পরও অধিনায়ক ফিলিপ লাম'এর মুখে হাসি ফোটে নি৷ তিনি বলেন, ‘‘সবার আগে বলতে হয়, আমরা চরম হতাশায় ভুগছি৷ কারণ প্রতি ৪ বছরে একবার করে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোর এবং ফাইনালে যাওয়ার সুযোগ পাওয়া যাবে, এমনটা ধরে নেওয়া যায় না৷ তবে অন্যদিকে এটাও ঠিক, যে এবারের বিশ্বকাপে টিম অসাধারণ খেলেছে৷ এই টিমের মান অত্যন্ত ভালো৷ আবার শিরোপা জেতার লক্ষ্যে আগামী বছরগুলিতে আবার কঠিন পরিশ্রম করতে হবে৷''

Germany's team captain Philipp Lahm
হাসি নেই ফিলিপ লামের মুখেছবি: AP

স্পেনের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আর নতুন করে কিছুই বলতে চান না লাম৷ গোটা ম্যাচ জুড়ে স্পেনের আধিপত্য এতো স্পষ্ট ছিলো, যে নতুন করে বিশ্লেষণের কোনো অর্থ হয় না৷ তা সত্ত্বেও লাম'এর সংক্ষিপ্ত বক্তব্য ছিলো, ‘‘গতকাল আমরা বিশ্ব মানের এক টিমের বিরুদ্ধে খেলেছি এবং হেরে গেছি৷ একটা-দুটো সুযোগ আমাদের হাতেও এসেছিলো বটে – তবে কিছুটা ভাগ্যেরও দরকার ছিলো৷''

স্পেনের বিরুদ্ধে ম্যাচের পরের দিন জার্মান টিমের সদস্যরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এড়িয়ে চলছিলেন৷ একমাত্র ফিলিপ লাম ও সহকারী কোচ হান্স টিডার ফ্লিক সাহস করে নিজেদের বক্তব্য জানালেন৷ ফ্লিক বললেন, ‘‘আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে আজকের দিনটা আমরা কাজে লাগাবো৷ আগামীকাল, অর্থাৎ শুক্রবার ‘ছোট ফাইনাল' ম্যাচের প্রস্তুতি শুরু হবে৷ আমার মনে হয়, তৃতীয় স্থান পাওয়াও বড় এক লক্ষ্য৷ এভাবে আমরা অসাধারণ এই বিশ্বকাপের ভালোভাবে ইতি টানতে পারবো৷''

Germany head coach Joachim Loew
জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ সংবাদ মাধ্যমের সামনে আসছেন নাছবি: AP

তৃতীয় স্থানের জন্য লড়াই অনেকটা সান্ত্বনা পুরস্কার পাওয়ার মতো৷ জার্মান টিম মোটেই সন্তুষ্ট হতে পারছে না৷ ৪ বছর আগে জার্মানির মাটিতেই জাতীয় টিম যখন তৃতীয় স্থান দখল করেছিলো, তখন গোটা দেশ বিশাল উৎসবে মেতে উঠেছিলো৷ কিন্তু এবার ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে জার্মানি যে বিশাল সাফল্য পেয়েছে, তার পর তৃতীয় স্থান পেলেও সেই সাফল্য অনেকটা যেন মলিন হয়ে উঠছে৷ তাই বার্লিনে ফিরে ফ্যানদের সঙ্গে উৎসবে মেতে উঠতে নারাজ জাতীয় টিম৷ অধিনায়ক লাম বললেন. ‘‘২০০৬ সাল আমরা দেখেছি৷ ২০০৮ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতাও আমাদের মনে আছে৷ এবার টিম আরও বড় লক্ষ্যমাত্রা স্থির করেছিলো৷ জার্মানিতে ফ্যানদের উৎসাহের ছবি ও ভিডিও আমরা দেখেছি৷ আমরা তাদের কাছে কৃতজ্ঞ৷ কিন্তু তৃতীয় স্থান পাওয়ার জন্য ম্যাচের দুই দিন পর উৎসবে আমরা নিজেদের ভাসিয়ে দিতে পারবো না৷ সেটা ঠিক হবে না৷'

অতএব বিজয় উৎসব হচ্ছে না৷ তার বদলে বুন্ডেসলিগা শুরুর আগে ছোট্ট করে ছুটি কাটাবেন খেলোয়াড়রা৷ তবে তার আগে রয়েছে শনিবার উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ৷ জার্মান দলকে উৎসাহ দিতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন নতুন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: রিয়াজুল ইসলাম