1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মেয়রের বিরুদ্ধে রায়

১৪ সেপ্টেম্বর ২০১৭

ডানপন্থি সংগঠনের বিক্ষোভের সময় শহরের আলো নিভিয়ে দিয়েছিলেন ড্যুসেলডর্ফের মেয়র৷ শহরবাসীর প্রতি জানিয়েছিলেন পালটা সমাবেশ আয়োজনের আহ্বান৷ এই ভূমিকাকে ‘আইনের বরখেলাপ' বলে মেয়রের বিরুদ্ধে রায় দিয়েছে জার্মান আদালত৷

https://p.dw.com/p/2jxOD
Düsseldorfs Oberbürgermeister Thomas Geisel
ছবি: Picture alliance/dpa/Revierfoto

গত কয়েক বছরে ইসলামবিরোধী আন্দোলন ‘পেগিডা'-র কথা অনেকবার শুনলেও ‘ড্যুগিডা' নামের একটি সংগঠনের কথা হয়ত কেউ কেউ কোনোদিন শোনেনইনি৷ ২০১৫ সালে মুসলিমবিরোধী এই সংগঠন ড্যুসেলডর্ফ শহরে তোলপাড় তুলেছিল৷ ‘ড্যুসেলডর্ফ রেসিডেন্টস এগেইন্সট দ্য ইসলামাইজেশন অফ দ্য ওয়েস্ট', সংক্ষেপে ড্যুডিগা৷ ২০১৫ সালের ১২ জানুয়ারি পশ্চিমা বিশ্বকে ইসলামীকরণের বিরোধিতার নামে গড়ে তোলা এই সংগঠন বিক্ষোভ সমাবেশের ডাক দেয়৷ কিন্তু তাদের সমাবেশ শুরুর আগে শহরের মেয়র টোমাস গাইজেল শহরবাসীর উদ্দেশ্যে পাল্টা আরেকটি সমাবেশ আয়োজনের আহ্বান জানান৷ এইটুকু করেই থেমে থাকেননি৷ তারপর ড্যুগিডার সমাবেশের সময় শহরের বড় কোনো সরকারি ভবনের বাইরে যাতে আলো না জ্বলে সে ব্যবস্থাও করেন৷ শহরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান, তাঁরা যেন সব দোকান এবং বাড়ির বাইরের আলোও নিভিয়ে রাখেন৷

নগরকর্তা হয়েও নগরের অধিবাসীদের একাংশের বিরুদ্ধে তাঁর এসব পদক্ষেপের কঠোর সমালোচনা করেন ড্যুগিডার সাবেক প্রধান সংগঠক মেলানি ডিটমার৷ মেয়রের বিরুদ্ধে মামলাও করেছিলেন তিনি৷ বুধবার জার্মানির কেন্দ্রীয় প্রশাসনিক আদালত বলেছে, সেদিন মেয়র টোমাস গাইজেল যা করেছিলেন তা জার্মানির আইনের পরিপন্থি৷ আদালত সুস্পষ্টভাবেই বলেছে যে, একজন জনপ্রতিনিধি আইনত স্থানীয় নাগরিকদের একাংশের বিরুদ্ধে এভাবে অবস্থান নিতে পারেন না৷ অর্থাৎ সমাবেশের সময় শহরের আলো নিভিয়ে দেয়া এবং পালটা সমাবেশ আয়োজনের আহ্বান জানানো – সামাজিক গণতান্ত্রিক দল এসপিডির সদস্য টোমাস গাইজালের দু'টি পদক্ষেপকেই আইনত অন্যায় বলে ঘোষণা করেছে আদালত৷

আগামী ২৪ সেপ্টেম্বর জার্মানিতে জাতীয় নির্বাচন৷ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে আদালতের এ রায় শরণার্থী এবং মুসলিমবিরোধী ডানপন্থি সংগঠনগুলোর জন্য কিছুটা স্বস্তিদায়ক বলে বিশ্লেষকরা মনে করেন৷

কার্লা ব্লাইকার/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য