1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলিম ব্রিটিশ সুন্দরীকে হত্যার হুমকি

২২ মার্চ ২০১১

ব্রিটেনের সুন্দরী সানা বুখারিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে৷ ফেসবুকে এবং টেলিফোনে তাঁকে হত্যার হুমকি দেয় কট্টরপন্থী মুসলিম নেতারা৷

https://p.dw.com/p/10esc
মিস ইউনির্ভাস ২০১০ছবি: AP

মিস ইউনাইটেড কিংডম সানা একজন মুসলিম৷ পাকিস্তানী বংশোদ্ভূত ২৪ বছর বয়সি এই নারীর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তোলা হয়েছে৷ এবছর সেপ্টেম্বর মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হবে মিস ইউনির্ভাস প্রতিযোগিতা৷ সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে বৃটেনের সুন্দরীদের প্রতিনিধিত্ব করবেন তিনি৷ গণমাধ্যমকে সানা বলেছেন, আমি আমার জীবন নিয়ে আতঙ্কে আছি৷

মুসলিমদের একটি অংশ তাঁর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ এনেছেন৷ আবার রক্ষণশীল ব্রিটিশরা তাকে এশীয় বলে দূরে সরিয়ে দিতে চাইছেন৷ যদিও সানার জন্ম ব্রিটেনের ব্ল্যাকবার্নে৷ আর বেড়ে উঠেন ল্যাঙ্কশায়ারে৷ ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনা করেন তিনি৷

নারীদের মধ্যে যারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকে নারীর প্রতি অবমাননাকর বলে মনে করেন তাঁরাও সানাকে দেখছেননা সুনজরে৷ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রতিদিন গড়ে তিনশ'রও বেশি বার্তা আসে৷ তার মানে এই নয় সবাই তারা সবাই সানার ভক্ত৷ কেননা এসব বার্তার অধিকাংশই আক্রমণাত্বক৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আরাফাতুল ইসলাম