1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজ

২২ ডিসেম্বর ২০১৬

ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন৷ বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির বার্ষিক কোনো পুরস্কার জয় করলেন তিনি৷ আইসিসির ওয়েবসাইট থেকে পাওয়া গেছে এই তথ্য৷

https://p.dw.com/p/2UjQR
মুস্তাফিজুর রহমান
ছবি: Getty Images/AFP/D. Sarkar

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরস্কার প্রদানের জন্য বিবেচিত সময়ে তিনটি ওয়ানডেতে আট উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান৷ এছাড়া দশটি টি-২০ ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন তিনি৷

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ায় উচ্ছ্বসিত মুস্তাফিজুর রহমান বলেন, ‘‘আমার কাছে চলতি বছরের সবচেয়ে সেরা পুরস্কার এটি, যা ভবিষ্যতে আমাকে আরো ভালো করতে উৎসাহ যোগাবে৷ পুরস্কার জয় করে আমি খুশি এবং গর্বিত, বিশেষ করে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এটা অর্জন করায়৷''

আইসিসিকে মুস্তাফিজ আরো বলেন, ‘‘প্রত্যেক বিকাশমান ক্রিকেটারের কাছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা স্বপ্ন, আমার ক্ষেত্রে সেই স্বপ্ন সত্যি হয়েছে৷ আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাকে বিভিন্ন সময়ে সহায়তা করেছেন এবং যখনই সুযোগ মিলবে নিজের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আমি৷''

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিখেছে, ‘‘এখন পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ২৪টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ৷ তরুণ এই বাঁহাতি পেসার এরই মধ্যে নিয়েছেন ৫২ উইকেট৷ এই মুহূর্তে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন তিনি৷ চোট কাটিয়ে মাঠে ফেরার দিনে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে নিয়েছেন ২ উইকেট৷''

উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মুস্তাফিজুর রহমানের৷ তাঁর বোলিংয়ের এক বিশেষ কৌশল ‘মুস্তাফিজ কাটার' হিসেবে পরিচিতি পেয়েছে৷ এই কাটারে ধরাশায়ী হয়েছেন অনেক বড় বড় ব্যাটসম্যান৷ তবে ইতোমধ্যে ইনজুরির শিকার হয়ে কিছুদিন মাঠের বাইরে কাটিয়েছেন বাংলাদেশের এই বিস্ময়৷

এআই/জেডএইচ (আইসিসি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য