1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিস্ময় শিশু' নাফিউল

১১ মে ২০১৮

ছয় বছরের নাফিউল খানকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের ক্ষুদে সংস্করণ বলা যেতেই পারে৷ এই ক্ষুদে পেসারকে নিয়ে যমুনা টেলিভিশনের একটি প্রতিদেন ভাইরাল হয়ে গেছে৷

https://p.dw.com/p/2xUpE
Nafiul Khan
ছবি: Jamuna Television

নাফিউল খানের বয়স মাত্র ছ'বছর৷ এই ক্ষুদে পেসারের রানআপ-জাম্পিং-ল্যান্ডিং-ডেলিভারিতে অনেকেই বিস্মিত হয়েছেন৷ ছোট্ট এই শিশুটির হৃদয়জুড়ে মুস্তাফিজ৷ মাশরাফি আর সাকিব আল-হাসান তার অনুপ্রেরণা৷ এই শিশুটি এখন থেকেই স্বপ্ন দেখে বাংলাদেশ দলে খেলার

তার প্রতিভা দেখে সবাই ‘বিস্ময় শিশু'-র খেতাব দিয়েছে তাকে৷ কেবলই স্কুলে ভর্তি হয়েছে নাফিউল৷ কিন্তু ক্রিকেটে তার হাতে খড়ি হয়েছে অনেক আগেই, সাড়ে তিন বছর বয়সে৷ দু'বছর বয়স থেকেই টেলিভিশনে খেলা দেখার অভ্যাস তার৷ ২০১৬ সালে সেপ্টেম্বরে ৪ বছর বয়সে কোচ শাজাহান সাজুর হাত ধরে ক্রিকেটেআনুষ্ঠানিক যাত্রা শুরু৷ কাটার মাস্টার মুস্তাফিজেই তার বেশি আগ্রহ৷ তার স্বপ্ন সে বাংলাদেশকে জেতাবে, সেই সাথে হতে চায় জাতীয় দলের ক্যাপ্টেন৷ গত দেড় বছরে প্রায় ৫০টি ম্যাচ খেলেছে ছোট্ট নাফিউল৷

গত ৬ই মে যমুনা টেলিভিশন তাদের এই প্রতিবেদনটি তাদের ফেসবুক পাতায় পোস্ট করার পর এ পর্যন্ত ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে এটি৷ শেয়ার হয়েছে ২১ হাজার বার৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য