1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুহালিতে বিশাল ব্যবধানে ডাচদের হারালো দক্ষিণ আফ্রিকা

৩ মার্চ ২০১১

বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ বি’র বৃহস্পতিবারের খেলায় নেদারল্যান্ডসকে ২৩১ রানে হারাল দক্ষিণ আফ্রিকা৷ এবারের বিশ্বকাপে এটি সবচেয়ে বড় জয়৷ আর বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ৷

https://p.dw.com/p/10Swl
ছবি: bdnews24.com

ভারতের মোহালিতে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরেন৷ হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের শতকের সুবাদে ৫ উইকেটে ৩৫১ রান করে দক্ষিণ আফ্রিকা৷ হাশিম আমলার ব্যক্তিগত সংগ্রহ ১১৩ রান৷ ১৩০ বলে আটটি চার মারেন আমলা৷

অন্যদিকে, ভিলিয়ার্স তোলেন ১৩৪৷ ৯৮ বলে ১৩ টি চার এবং চারটি ছয় দিয়ে নিজের ইনিংস সাজান তিনি৷ তবে ৪৬ ওভারে গিয়ে রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় ভিলিয়ার্সকে৷ তবে ভিলিয়ার্স গেলে কী হবে? শেষ বেলায় মাঠে এসে ৪০ রান নিয়ে দলের ঝুলিকে আরো সমৃদ্ধ করেন ডামিনি৷ চারটি ছয় এবং দু'টি চার মারেন তিনি৷

ব্যাটিং এর সাথে তাল মিলিয়ে বোলিং এবং ফিল্ডিং-এও পেশাদারিত্বের পরিচয় দেয় দক্ষিণ আফ্রিকা৷ বিশাল অঙ্কের রান তাড়া করতে গিয়ে নেদারল্যান্ডসের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২০ রানে৷ ডাচরা মাত্র ১০০ রানের ঘর ছুঁতে ছুঁতেই অর্ধেক উইকেট ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা৷ আর ৩৪ ওভার ৫ বলেই সবগুলো উইকেটের ইতি ঘটায়৷ সেপর্যন্ত রান ওঠে মাত্র ১২০৷

বিরোধী শিবিরের আক্রমণ কিছুটা রুখে দাঁড়িয়েছিলেন ওয়েসলি বারেসি৷ সর্বোচ্চ ৪৪ রান আসে তাঁর ব্যাট থেকে৷ এছাড়া আর চার ডাচ ক্রিকেটার কোন রকমে দুই ডিজিটের ঘর ছুঁতে পেরেছেন৷ বাকিদের মধ্যে দুইজন শূন্য রানে আর পাঁচ জন মাঠ ছেড়েছেন এক ডিজিটের ঝুলি নিয়ে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক