1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যুদণ্ড বিলোপ করছে মালয়েশিয়া

১১ অক্টোবর ২০১৮

মৃত্যুদণ্ড বিলোপ এবং কার্যকরের অপেক্ষায় থাকা সবার সর্বোচ্চ শাস্তি স্থগিতে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার৷ তাদের এই পদক্ষেপের প্রশংসা করছে মানবাধিকার সংস্থাগুলো৷

https://p.dw.com/p/36MUb
ছবি: picture-alliance/dpa/R. Weihrauch

মালয়েশিয়ার মন্ত্রিসভা বৃহস্পতিবার সব ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি বাতিল এবং সবার মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করবে বলে ঘোষণা দেয়৷

হত্যা ছাড়াও মাদক চোরাচালান, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে৷ বর্তমানে দেশটিতে এই শাস্তি কার্যকরের অপেক্ষায় রয়েছে এক হাজার দুইশ'র বেশি মানুষ৷

দেশটির জনসংযোগমন্ত্রী গোবিন্দ সিং দেও বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘মন্ত্রিসভা মৃত্যুদণ্ড বিলোপে সম্মতি দিয়েছে৷ আশা করছি, শিগগিরই সংবিধান সংশোধন করা হবে৷’’

আগের দিন বুধবার আইনমন্ত্রী লিউ ভুই কেয়ংকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার অধিবেশন শুরু হওয়ার পর মৃত্যুদণ্ড নিয়ে আইন সংশোধনের প্রস্তাব পার্লামেন্টে তোলা হবে বলে আশা করা হচ্ছে৷

‘বড় অগ্রগতি’

মালয়েশিয়া সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড বন্ধের জন্য এতদিন যারা কাজ করেছেন তাদের জন্য এটা ‘সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা মুখ্য ধাপ’৷

লইয়ারস ফর লিবার্টিও সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে৷

মানবাধিকার সংস্থাটির উপদেষ্টা এন সুরেনদ্রান এক বিবৃতিতে বলেন, ‘‘মৃত্যুদণ্ড বর্বরোচিত ও অকল্পনীয় নিষ্ঠুরতা৷ এদেশে মৃত্যুদণ্ড প্রত্যাখ্যানের পর এখন আমাদের অন্যান্য দেশে অবস্থানরত নাগরিকদের জীবন রক্ষায় লড়াইয়ে নামার নৈতিক অবস্থান তৈরি হয়েছে৷''

সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে কয়েকশ' মালয়েশিয়ানের রয়েছে৷ সাধারণত মাদক চোরাচালানের জন্য এই শাস্তি পেয়েছেন তারা৷

অ্যামনেস্টির ভাষ্যমতে, এখন পর্যন্ত ১৪২টি দেশে মৃত্যুদণ্ড বিলোপ করা হয়েছে৷

এএইচ/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)