1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যুর ৭৬ বছর পর সমকামী যাজককে সম্মান

৪ সেপ্টেম্বর ২০২০

বার্লিনে প্রটেস্ট্যান্টদের গির্জা ইমানুয়েলকির্শেতে ফিরে এলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা যাওয়া সমকামী যাজক ফ্রিডরিশ ক্লাইন৷ নাৎসি আমলে তার প্রতি হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ জানানো হলো ৭৬ বছর পর৷

https://p.dw.com/p/3hz7L
ছবি: DW/C. Strack

বার্লিনের প্রেনৎসাওয়ার জেলার এক গির্জার যাজক ছিলেন ফ্রিডরিশ ক্লাইন৷ ১৯৪২ সালে হিটলারের সামরিক ট্রাইব্যুনাল সমকামিতা এবং যৌন অনাচারের অভিযোগে তাকে ট্রোজাউ আন ডেয়ার এলবের সামরিক কারাগারে পাঠায়৷ দু বছর পর হিটলার বাহিনীর পরাজয় নিশ্চিত হতে থাকলে শাস্তি স্থগিত করে ইস্টার্ন ফ্রন্টে যুদ্ধে পাঠানো হয় তাকে৷ ধারণা করা হয়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শীতের কষ্টে এবং রোগে ভুগে মারা যান ক্লাইন৷

মৃত্যুর ৭৬ বছর পর আবার বার্লিনের শতাব্দী প্রাচীন গির্জায় ফিরে এলেন ১৯০৫ সালে হামবুর্গে জন্ম নেয়া প্রটেস্ট্যান্ট ধর্মযাজক৷ চলতি মাসে ইমানুয়েলকির্শের বিশপ ক্রিস্টিয়ান এক সন্ধ্যার প্রার্থনা ফ্রিডরিশ ক্লাইনের স্মৃতির প্রতি উৎসর্গ করে বলেন, ‘‘১৯৪৩ সালের ২০ জুন রেভারেন্ড ফ্রিডরিশ ক্লাইনকে যে শাস্তি দেয়া হয়েছিল তা প্রত্যাহার করার পাশাপাশি সেই শাস্তিকে অবিচার আখ্যা দিয়ে অকার্যকর ঘোষণা করা হলো৷’’

যেভাবে জানা যায়...

২০১৮ সালে ইমানুয়েলকির্শের ১২৫ বছর পূর্তি উৎসবের আগে পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে হঠাৎ ফ্রিডরিশ ক্লাইনের শাস্তি সংক্রান্ত ফাইলটি পেয়ে যান তখনকার যাজক মার্ক পোকরান্ড৷ সেদিন আকস্মিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর নৃশংসতার দলিল হাতে না এলে মরণোত্তর সম্মানটুকু ফ্রিডরিশ ক্লাইন পেতেন কিনা সন্দেহ৷

ক্রিস্টফ স্ট্রাক/এসিবি

গতবছর জুলাইয়ের ছবিঘরটি দেখুন..

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য