1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেক্সিকো উপসাগরকে নিরাপদ বললেন ওবামা

১৫ আগস্ট ২০১০

মার্কিন পর্যটন শিল্পে গতি ফিরিয়ে আনতে আবারও মেক্সিকো উপসাগর তীরবর্তী এলাকা সফর করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে তেল বিপর্যয়ের সময় পার হয়ে গেছে, সমুদ্র উপকুল এলাকা এখন নিরাপদ৷

https://p.dw.com/p/Onvx
President Barack Obama
ছবি: AP

গত এপ্রিলে মেক্সিকো উপসাগরে তেলের কূপ বিস্ফোরণের পর এই নিয়ে পাঁচবার ওই এলাকা সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট৷ প্রতিবারই তিনি পরিস্থিতি সম্পর্কে তার সরকারের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন৷ একইসঙ্গে মার্কিন জনগণকে আশ্বস্তও করেছেন৷ এবারও তিনি তাই করলেন৷ উপকূলবাসী এবং ভ্রমণপিয়াসু জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমি এই বিষয়টি উল্লেখ করতে চাই যে পরিচ্ছন্নতা অভিযানের ফলে উপসাগরবর্তী যাবতীয় সৈকত এখন পরিস্কার, নিরাপদ এবং পর্যটন ব্যবসার জন্য উপযোগী৷'' তবে এটাও তিনি মনে করিয়ে দিয়েছেন যে তাঁদের কাজ এখনও শেষ হয়নি এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁর প্রশাসন জনগণের সঙ্গে থাকবে৷ এদিকে ওবামা জানিয়েছেন যে জনগণকে আশ্বস্ত করার জন্য তিনি আজ ফ্লোরিডার সৈকতে সাঁতার কাটবেন৷

Gulf of Mexico
মেক্সিকো উপসাগরে চলছে তেলকূপ মেরামত কাজছবি: AP

ক্ষতিপুরণ বিষয়ে ওবামা

হ্যাঁ, তিনি জানিয়ে দিয়েছেন যে তেল বিপর্যয়ের জন্য দায়ী কোম্পানি বিপির পক্ষ থেকে কোন ধরণের ঢিলেমি দেখতে চান না তিনি৷ ওবামা আরও জানিয়েছেন যে ক্ষতিপুরণের অর্থ যাতে বিপি এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে দ্রুত দেওয়া হয় সেজন্য তাদের ওপর চাপ অব্যাহত রাখা হবে৷ তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যাতে করে এই প্রক্রিয়া দ্রুত শেষ হয়, কারণ অনেক মানুষ আছে তেল বিপর্যয়ের কারণে যারা তাদের একমাত্র আয়ের উৎস হারিয়েছে৷

তেল কুপের অবস্থা

ব্রিটিশ তেল কোম্পানি বিপি গত ১৫ জুলাই বিস্ফোরিত তেল কূপের মুখে ঢাকনা পরাতে সক্ষম হয়৷ এরপর থেকে তেল নিঃসরণ বন্ধ রয়েছে বলে তারা জানিয়েছে৷ এই তেলকুপের মুখে সিমেন্ট ঢেলে সিল করে দেওয়া হয়েছে৷ এর বাইরে এই কূপের লাইনে আরেক পথে ফুটো তৈরি করা হচ্ছে৷ এই ফুটো দিয়েও সিমেন্ট ঢেলে দেওয়া হবে যাতে করে এই তেল নিঃসরণ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ভবিষ্যতেও আর কোন নিঃসরণের সম্ভাবনা না থাকে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়