1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মেঘের’ কোলে পৌঁছে যাচ্ছে তথ্যভাণ্ডার

৪ মার্চ ২০১১

বিশ্বের সবচেয়ে বড় তথ্য যুক্তি মেলা সেবিট’এ এবার যে বিষয়গুলি প্রাধান্য পাচ্ছে, তার মধ্যে রয়েছে ‘ক্লাউড কম্পিউটিং’৷

https://p.dw.com/p/10TEG
আরও নতুন নতুন বিস্ময়ের সন্ধান দিল এবারের সেবিটছবি: dapd

এতকাল আমাদের যাবতীয় ভাবনা-চিন্তা ছিল টেবিলের উপর রাখা কম্পিউটার বা ল্যাপটপ'কে ঘিরে৷ কত শক্তিশালী কম্পিউটার, কত বড় ক্ষমতার হার্ড ডিস্ক – তার উপর ভিত্তি করেই সব কাজ চলতো৷ এবার তথ্যভাণ্ডার হার্ড ডিস্ক ছেড়ে পাড়ি দিচ্ছে মেঘের কোলে, অর্থাৎ বহু দূরে কোথাও রাখা সার্ভারের মধ্যে৷ নিজের কম্পিউটার বা ল্যাপটপ খারাপ হলে, চুরি হলে বা হারিয়ে গেলেও ক্ষতি নেই – তথ্য থাকবে নিরাপদে, ‘ক্লাউড'এর মধ্যে৷ শুধু টেক্সট, ছবি, গান বা ভিডিওর মতো তথ্যই নয়, গোটা সফটওয়্যারও থাকতে পারে এই মেঘের জগতে৷ ফলে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো কম্পিউটারের সামনে বসেই নাগাল পেতে পারি নিজের ঘরের কম্পিউটারের৷

বিষয়টা পুরোপুরি নতুন নয়৷ আমাদের মধ্যে অনেকেই এমন ই-মেল অ্যাকাউন্ট ব্যবহার করি, যা হার্ড ডিস্কে নয়, দূরের কোনো সার্ভারে রাখা থাকে৷ ইউজারনেম ও পাসওয়ার্ড'এর চাবিকাঠি থাকলে তবেই অ্যাকাউন্ট'এর নাগাল পাওয়া যায়৷ সেই একই অভিজ্ঞতা এবার বাকি কাজের ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে৷ একদিকে ফাইল রাখা, অন্যদিকে প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করা যাচ্ছে এই ক্লাউড'এর কল্যাণে৷

সাধারণ ব্যবহারকারীর জন্য এই সব কাজকর্ম যথেষ্ট হলেও প্রতিষ্ঠানগুলির চাহিদা আরও বেশি৷ তারা নিজেদের কাজকর্ম সহজ করতে ‘ক্লাউড'কে আরও বেশি করে ব্যবহার করতে চায়৷ যেমন একাধিক কর্মী যাতে একই তথ্যভাণ্ডারের নাগাল পায়, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আরও ভালো কাজ করতে পারে, কাজের সময় স্থির করতে পারে – এমন সব গুণাগুণ থাকতে হবে নিজস্ব মেঘের জগতে৷ সেইসঙ্গে থাকতে হবে এমন শক্তিশালী এক প্রহরী, যে বাইরের কাউকে সেখানে অনধিকার প্রবেশ করতে দেবে না৷ মোটকথা, কম্পিউটারের হার্ড ডিস্কের উপর নির্ভরতা কমিয়ে প্রায় সব কাজকর্মই একটি মঞ্চে তুলে দেওয়াই ‘ক্লাউড কম্পিউটিং'এর মূলমন্ত্র৷

এবারের সেবিট মেলায় আকাশের এই মেঘের একটি আলাদা ছোট সংস্করণও দেখা যাচ্ছে৷ দূরের কোনো সার্ভারে তথ্য না পাঠিয়ে ঘরের মধ্যেও নিজস্ব মেঘ গড়ে তোলা সম্ভব৷ আজকাল অনেকের বাড়িতেই একাধিক কম্পিউটার রয়েছে৷ রয়েছে স্মার্টফোন, উন্নত প্রযুক্তির টেলিভিশন ও মিউজিক সিস্টেম, যা নেটওয়ার্কের অংশ হতে পারে৷ ফলে ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি, গানের এমপিথ্রি ফাইল বা ভিডিও ‘হোম ক্লাউড'এর জিম্মায় রেখে দিলে যে কেউ যখন খুশি তার নাগাল পেতে পারে৷ ফলে আকাশের মেঘ এবার ঢুকে পড়তে পারে আপনারই বৈঠকখানায় – তবে অন্ধকার নয়, আলো এনে দেবে এই ক্লাউড৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক