1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

মেদ ঝরানোর নতুন পদ্ধতি

২ জানুয়ারি ২০১৮

শরীরে বাড়তি মেদ ঝরাতে অনেক মানুষ কী না করে৷ খেলাধুলা বা ব্যায়ামের মতো স্বাস্থকর পন্থা ছাড়াও অপারেশন করিয়ে মেদ কেটে বাদ দেবার ব্যবস্থাও করেন অনেকে৷ এবার নতুন এক প্রক্রিয়ায় মেদের কোষ মেরে ফেলা হচ্ছে৷

https://p.dw.com/p/2qBx8
Deutsche Wörter zu Weihnachten Hüftgold
ছবি: Colourbox

স্টেফানি বার্টেলস খেলাধুলা নিয়ে মেতে থাকেন৷ সপ্তাহে তিন দিন ঘোড়া চালানো, ব্যাডমিন্টন ও এয়ারোবিকের জন্য বরাদ্দ রয়েছে৷ তা সত্ত্বেও ৪৭ বছর বয়স্ক এই নারী শরীরের একটি অংশ নিয়ে ভুগছেন৷ তিনি বলেন, ‘‘একটা বয়সের পর ওজন যেন শরীরে উপরের অংশ থেকে পেটে জমা হয়৷ যাই করি না কেন, সেই মেদ আর দূর হয় না৷''

কৃত্রিম পদ্ধতিতে মেদ শুষে নেওয়ার পথ তাঁর পছন্দ নয়৷ অপারেশনের ঝুঁকি সম্পর্কে তাঁর মনে ভয় রয়েছে৷ তাই তিনি ক্রাইওলিপোলিসিস নামের মেদ ঝরানোর পদ্ধতি বেছে নিয়েছেন৷ ড. রেগিনা ভাগনার মেদ কমানোর এই প্রক্রিয়া প্রয়োগ করেন৷ দাঁড়ানো অবস্থায় তেমন টের না পেলেও বসলে অস্বস্তি হয়৷ ড. ভাগনার বলেন, ‘‘জানা গেছে, নির্দিষ্ট এক তাপমাত্রায় মেদের কোষ কমতে পারে৷ অবশ্যই সেটা আমাদের শরীরের নিজস্ব তাপমাত্রা৷ কিন্তু ৫ ডিগ্রির চেয়ে বেশি ঠান্ডা হলে কোষ মরে যায়৷ একে আমরা অ্যাপোপটোসিস বা কোষের মৃত্যু বলি৷''

মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই ক্রাইওলিপোলিসিস প্রক্রিয়া সৃষ্টি করেছেন এবং একাধিক পরীক্ষা চালিয়েছেন৷ ত্বকের সুরক্ষায় এক বিশেষ জেল লাগানো হয়৷ মেদের কোষ জমাতে গিয়ে ত্বকও যাতে শীতল না হয়, সেদিকে নজর রাখতে হয়৷ তারপর শীতল করার অ্যাপ্লিকেটর যন্ত্র প্রয়োগ করা হয়৷ সেটি নেগেটিভ প্রেশারের মাধ্যমে নির্দিষ্ট জায়গা শুষে টেনে ধরে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দেয়৷

এক ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলে৷ অ্যাপ্লিকেটরের শীতল তাপমাত্রা মেদের কোষ থেকে শক্তি কেড়ে নেয়৷ তখন মেটাবলিজম বন্ধ হয়ে কোষের মৃত্যু হয়৷ ৬০ মিনিট পরে যন্ত্র সরিয়ে নেওয়া হয়৷ তখন একটা স্তর থেকে যায়৷ মালিশ করে সেটি দূর করতে হয়৷

হানোফার শহরে মেডিকাল বিশ্ববিদ্যালয়েও মেদ ঝরানোর পদ্ধতি পরীক্ষা করা হচ্ছে৷ এমনিতে কোনো ক্ষতির আশঙ্কা নেই, তবে একটি বিষয় ভুলে গেলে চলবে না৷ প্রো. পেটার এম ভোগ্ট বলেন, ‘‘যে সব রোগীর অন্যান্য রোগ রয়েছে, এই প্রক্রিয়া তাদের জন্য উপযুক্ত নয়৷ যেমন যারা রক্ত পাতলা করার ওষুধ খান৷ অন্তঃসত্ত্বা অবস্থাতেও এটা ভালো নয়৷ ত্বকের রোগ ও বাড়তি মেদের জায়গায় রক্তনালীর পরিবর্তন ঘটে থাকলেও চলবে না৷ এখনো পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে অতি সামান্য৷ বড়জোর ত্বকের রং কিছুটা বদলে যায়, অনুভূতি কিছুটা কমে যায়৷''

তিন মাস পর স্টেফানি বার্টেলস আবার পরীক্ষার জন্য এসেছেন৷ দেখা গেল, তিনি ভালোই আছেন৷ ত্বকের উপর কালশিরা বা কোনো দাগ নেই৷ প্রথমদিকে জায়গাটা স্পর্শ করলে সংবেদনশীল মনে হতো, যদিও কষ্ট হয়নি৷ ব্যথাও নয়৷ পরিমাপের পর দেখা গেল প্রায় ৬ সেন্টিমিটার কমে ৮৫ সেন্টিমিটারে দাঁড়িয়েছে৷

৬ সেন্টিমিটার ভুঁড়ি কমানো বেশ চমকপ্রদ ঘটনা বটে৷ আগের ও পরের ছবিতেই পার্থক্য চোখে পড়ে৷ কিন্তু ঝরানো মেদ কি স্থায়ীভাবে দূরে থাকবে? ড. রেগিনা ভাগনার বলেন, ‘‘এবার খাবারের উপর সবকিছু নির্ভর করছে৷ কোনো রোগী যদি বাকি মেদ কোষগুলিকে আবার খাইয়ে-দাইয়ে পুষ্ট করে তোলে, তাহলে সেখানে তো মেদ বাড়বেই৷ তবে এই প্রক্রিয়ার মাধ্যমে যে সব মেদ কোষ মেরে ফেলা হয়েছে, সেগুলির আর অস্তিত্ব নেই৷ সেগুলি আর ফিরে আসবে না৷''

স্টেফানি বার্টেলস রোগাপাতলা থাকতে ভবিষ্যতেও খেলাধুলা চালিয়ে যেতে চান৷

ইয়ুডিট স্ট্রুংক/এসবি