1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেননের মন

২১ অক্টোবর ২০১৯

বরিশালে রাশেদ খান মেনন বললেন, গত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি৷ সেই নির্বাচনে তিনি এমপি হয়েছেন, তাই পদত্যাগ প্রশ্নে তিনি বললেন, ‘‘আমি বলিনি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আমাকে ভোট দেয়নি৷ ''

https://p.dw.com/p/3Rdpw
Rashed Khan Manon
ছবি: privat

তিনি নাকি শুধু বলেছেন, ‘‘জনগণ ভোট দিতে পারেনি৷’’

মানে কী? পাঠক আসুন, একটু নিবিড় পর্যবেক্ষণ করি৷ মেননের কথা অনুসারে জনগণ ভোট দিতে পারে নাই৷ ধরে নেই, এই সিদ্ধান্ত সঠিক৷ তার দ্বিতীয় দাবি অনুসারে জনগণ শেখ হাসিনাকে এবং তাকে ভোটে নির্বাচিত করেছে৷ ধরে নেই, তার দ্বিতীয় সিদ্ধান্তও সঠিক৷ তাহলে কী যে জনগণ ভোট দিতে পারে নাই আর যে জনগণ ভোট দিতে পেরেছে তারা আলাদা জনগণ? একটি দেশের সাধারণ নাগরিকদের ‘জনগণ' বলার একটি চল রয়েছে৷ তবে কী যে জনগণ ভোট দিতে পেরেছে আর যারা পারেননি তারা দুটি ভিন্ন দেশের জনগণ?

আধা শতাব্দী সক্রিয় রাজনীতি করা রাশেদ খান মেননের সঙ্গী ও সহযোদ্ধাদের অনেকেই এখন আর তার পাশে নেই৷ এমনিতেই তিনি অনেকটা একা৷ তার একাকীত্ব আরো বেশি বোঝা গেছে যখন আমরা দেখেছি, সংসদে সংরক্ষিত নারী আসনে তিনি নিজের স্ত্রীর নাম প্রস্তাব করলেন৷ অনেকে বলেন, স্ত্রীকে এমপি করার জন্য তার দৌড়াদৌড়ি ছিল দেখার মতো৷

আমার খুব জানতে ইচ্ছে করে, বরিশালে মেনন সাহেব জনগণের ভোট দিতে না পারার কথা কেন বললেন? তার দাবি, তিনি সংসদেও একথা বলেছেন৷ জনাব মেনন, আপনি একটু শুনে দেখবেন সংসদে আপনি কী বলেছেন আর কী বললেন বরিশালে৷ আমার ধারণা, আপনার এখনো দুটো সক্রিয় কান রয়েছে৷ একটু মিলিয়ে দেখলে ক্ষতি কী?

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন, প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগছবি: DW/P. Böll

যা বলছিলাম, জনাব মেনন কেন বরিশালে একথা বললেন? এই প্রশ্নের উত্তর নানাভাবে খোঁজা যায়৷ একটি পদ্ধতি শেক্সপিয়ার বাতলে দিয়েছেন, এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা জ্ঞান বা দর্শন দিয়ে ব্যাখ্যা করা যায় না৷ আরেকটি পদ্ধতি হলো পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করা৷ যেমন, এখন রাশেদ খান মেনন কে বা কী? তিনি এখন আর মন্ত্রী নন তবে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকার এমপি৷ কিন্তু তার কথা সত্যি ধরে নিলে এই এলাকায় ক্যাসিনো চলুক বা অন্য কোনো ক্লাব কার্যক্রম, তার কিছুই তাকে জানিয়ে বা অনুমোদন নিয়ে হয় না৷ এমনকি তিনি সভাপতি হলেও না৷ তবে আর এমপি হয়েই কী মজা৷ স্কুল-কলেজও শুনেছি তার কথা আর তত শোনে না৷ আবার তার কথা যদি সত্য না হয়, তিনি যদি এসব কার্যক্রম অনুমোদনের অধিকারী বা ভাগিদারও হন তবে যারা রিমান্ডে গিয়েছেন তাদের মুখে খুব শিগগিরই তার নাম আসার কথা৷ তিনি সরকারের ঘরের ছেলে নন বলে, তাকে ঝুলিয়ে দিয়ে সরকার মুখরক্ষা করতে পারে৷ এতে করে সাপও মরলো লাঠিও ভাঙলো না৷

মেনন সাহেব ঝানু রাজনীতিবিদ৷ এই সাপের লেজ খেতে শুরু করা জাতীয় ধাঁধাঁর জবাব নিশ্চয়ই তার কাছে রয়েছে, আমাদের আশা তিনি নিশ্চয়ই এর উত্তর আমাদের দেবেন৷

অবশ্য এই ধাঁধাঁর উত্তরের সঙ্গে যদি মন্ত্রীত্ব না থাকা ক্যাসিনো ক্লাবের প্রধান হওয়ার কোনো সংযোগ থাকে তবে উত্তরের আশা বৃথা৷ আমি কিন্তু মনোযোগী ছাত্রের মতো রাশেদ খান মেননের মন বোঝার আশায় আছি৷

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান। ২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য