1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসির পাশে নিষ্প্রভ রোনাল্ডো

১১ এপ্রিল ২০১০

একজন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়, আরেকজন বিশ্বের সেরা খেলোয়াড়৷ বলছি রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির কথা৷

https://p.dw.com/p/Mt9H
বল নিয়ে এগিয়ে যাচ্ছেন মেসিছবি: AP

এই মুহুর্তে বিশ্বের সেরা ফুটবলারের প্রতিযোগিতাটি চলছে এই দুজনের মধ্যে সেটা বলা যায়৷ তবে শনিবারের এল ক্লাসিকো'র পর মেসি যে রোনাল্ডোর চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন সেটা মনে করছে স্পেনের সংবাদ মাধ্যমগুলো৷ শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগে এই দুই দলের ম্যাচে বার্সেলোনা জিতেছে দুই গোলে৷ আর দুই গোলের প্রথমটি এসেছে মেসির পা থেকে৷ গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একাই চার গোল করে ইংলিশ ক্লাব আর্সেনালকে বিধ্বস্ত করে দিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা৷ এরপর সবার নজর ছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচটির দিকে৷ এবং সে ম্যাচে মেসির উজ্জল পারফরম্যান্সের বিপরীতে অনেকটাই নিষ্প্রভ মনে হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে৷ গোটা ম্যাচে কয়েকটি শট নিয়েছেন তিনি, এর বাইরে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি পর্যন্তই ছিল সার৷ অন্যদিকে রিয়ালের রক্ষণভাগ সারাক্ষণই কড়া নজর রেখেছে মেসির ওপর, কিন্তু তারপরও তাকে ঠেকানো যায়নি৷ বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই যেন ধার বাড়ছে এই তরুণ স্ট্রাইকারের৷ চলতি প্রিমেরা লিগে ২৭ টি গোল করেছেন তিনি, অন্যদিকে রোনাল্ডোর স্কোর ১৮৷

Ronaldo Tschechien gegen Portugal EM 2008
সেরার দৌড়ে কি টিকে থাকতে পারবেন রোনাল্ডো?ছবি: AP

শনিবারের ম্যাচ শেষে রিয়াল সমর্থকরা প্রশ্ন তুলেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরো দিয়ে রোনাল্ডোকে নিয়ে আসা কতটা যুক্তিযুক্ত হয়েছে৷ আসলেই তিনি তার যথাযোগ্য প্রতিদান দিতে পারছেন? রোববার মাদ্রিদের ক্রীড়া বিষয়ক সংবাদপত্র স্পোর্ট লিখেছে, তারকাদের লড়াইয়ে মেসি রোনাল্ডোকে বোকা বানিয়েছে৷ আরেক ক্রীড়া দৈনিক মার্কা তে কলামনিস্ট রবার্তো পালোমার বলেছেন, সকল সমর্থকদের মনে এখন একটিই ধারণা, সেটি হচ্ছে মেসিই হচ্ছে এই মুহুর্তের বিশ্বসেরা ফুটবলার৷ উল্লেখ্য, গত বছর ফিফার বর্সসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ এবার সেটি অর্জন করেন ২২ বছর বয়সী লিওনেল মেসি৷ আগামী বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্যও দুই জনের মধ্যে জোর লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে৷

তবে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হতে গেলে দলের লিগ শিরোপা জেতাটা বেশ গুরুত্বপূর্ণ৷ সে হিসেবে বার্সা স্ট্রাইকার মেসি অনেকটাই এগিয়ে গেছেন৷ ইতিমধ্যে লিগ টেবিলে রিয়ালের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে গতবারের শিরোপাধারী ক্যটালানরা৷ এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে যদি জিততে পারে তাহলে আগামী মে মাসে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে রিয়ালের অবস্থা বেশ হতাশাজনক৷ এই বছরটা মনে হয় তাদের শিরোপা ছাড়াই কাটাতে হবে৷ কারণ ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ এবং কিংস কাপ থেকে তাদের বিদায় ঘটে গেছে৷ আর দলের সঙ্গে সঙ্গে নিজের ভাগ্যেও দুর্গতি ঘটার সম্ভাবনা রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক