1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন

৮ সেপ্টেম্বর ২০১০

ঈদ উপলক্ষ্যে ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ৷ উদ্দেশ্য গ্রামে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া৷ রয়েছে মওদুদ আহমেদকে ‘ডিগবাজ নেতা’ আখ্যা দেয়ার কথা৷ সঙ্গে হজযাত্রীদের ক্ষেত্রে নতুন নিয়মের খবর৷

https://p.dw.com/p/P6Xj
উত্ত্যক্তে বাধা দেয়ায় হত্যা (ফাইল ফটো)ছবি: bilderbox

শিরোনামে ঈদের ছুটি

বুধবারের গণমাধ্যমগুলোর মূল নজর ঈদের দিকে৷ দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘শিকড়ে ফিরছে মানুষ'৷ মঙ্গলবার রাজধানী ঢাকা ত্যাগ করেছেন কয়েক লাখ ঈদযাত্রী৷ মূলত গ্রামে গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে চান এসব মানুষ৷ দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘জীবনের ঝুঁকি, ভোগান্তি, তবুও নাড়ির টানে ছুটছে ঘরমুখো মানুষ'৷ বাস, ট্রেন, লঞ্চ সর্বত্র যাত্রীর উপচে পড়া ভিড়৷ অনেকে এখনো টিকিট না পেয়ে ঘুরছেন কাউন্টার থেকে কাউন্টারে৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘ঈদে ঘরে ফেরা, দেরিতে ছাড়ছে সব ট্রেন'৷

ডিগবাজ নেতা

দৈনিক সমকালের মূল শিরোনাম হচ্ছে, ‘মওদুদ এক ডিগবাজ নেতা'৷ বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা তাঁরই দলের অপর নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদকে বলেছেন ‘ডিগবাজ রাজনীতিক'৷ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির বিরোধীতা করে এই মন্তব্য করেন হুদা৷

হজ যাত্রায় পুলিশের অনাপত্তি ছাড়পত্র

দৈনিক কালেরকন্ঠ দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘অনূর্ধ্ব-৩৫ হজযাত্রীরা সাবধান'৷ এবছর হজে যেতে চাইলে পুলিশের ছাড়পত্র লাগবে৷ হজযাত্রী হিসেবে সৌদি আরব গিয়ে কেউ যাতে সেখানে থেকে যেতে না পারে, সেজন্য সরকারের এই উদ্যোগ৷ ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের মধ্যে যাদের বয়স ৩৫ বছরের কম, তাদের উপর বিশেষ নজরদারি করা হবে৷ এই বিশেষ নজরদারির একটি ব্যাখ্যাও পাওয়া গেছে, সেটি হচ্ছে গতবারের চেয়ে এবার হজযাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুন৷

উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা

‘উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা' - জানাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ চাঁপাইনবাবগঞ্জের ঘটনা এটি৷ সড়ক ও জনপথ বিভাগের এক কর্মচারী তাঁর স্ত্রী-মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন৷ এরপর বখাটেরা তাঁকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার