1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েটা কি বেঁচে আছে?

১ মে ২০১৭

ভিডিওটা দেখার পর এই প্রশ্নটাই মাথায় আসে আগে৷ পঞ্চাশ ফুট উঁচু থেকে নীচে পড়েছে সে৷ অস্বাভাবিক শব্দও শোনা গেছে৷ তারপর কী ঘটলো?

https://p.dw.com/p/2cAdJ
Victoria Falls Brücke zwischen Simbabwe und Sambia Bungee Jumping
ফাইল ছবিছবি: picture alliance/dpa-Zentralbild/T. Schulze

অ্যাডভেঞ্চার অনেকের প্রিয়৷ বিশেষ করে তরুণ প্রজন্ম সুযোগ পেলেই রোমাঞ্চকর কিছু করার আশায় ছোটে৷ ভিডিও’র এই মেয়েটিও তার ব্যতিক্রম নয়৷

ফ্লোরিডার এক প্রত্যন্ত অঞ্চলের ঘটনা৷ পঞ্চাশ ফুট উঁচু এক ব্রিজ থেকে বাংগি জাম্প দেয় তরুণী৷ নীচে ছিল এক অগভীর নদী৷ কথা ছিল নদীর পানিতে তার মাথা ছোয়ার আগে দড়ি তাঁকে টেনে ধরবে৷ কিন্তু কোথাও ভুল ছিল৷ দড়ি ছিল উচ্চতার চেয়ে অনেক বেশি লম্বা৷ ফলে কোনো রকম বাধা ছাড়াই সরাসরি তার মাথা গিয়ে আঘাত করে অগভীর নদীর তলায়৷ পুরো দৃশ্য যিনি ক্যামেরাবন্দি করছিলেন তিনিসহ সবাই আৎকে ওঠেন৷

মাথায় আঘাত লাগার পর তরুণী কিছুক্ষণ নড়াচড়া করতে পারেননি৷ শুধু চোখ খুলতে এবং বন্ধ করতে পেরেছিলেন৷ তবে স্বস্তির কথা হচ্ছে, ফ্লোরিডার চিকিৎসকরা তরুণীর মাথায় চোট বড় কিছু নয় বলেই প্রাথমিকভাবে জানিয়েছেন৷ মাথার কোথাও চিড় ধরেনি৷ অবশ্য আরো পরীক্ষানিরীক্ষা এখনো বাকি আছে বলে জানা গেছে৷ আর তাঁর চিকিৎসার পুরো খরচ বহন করছে বাংগি জাম্প কোম্পানি, যারা মনে করে, কোনো মানবিক ভুলের জন্যই দুর্ঘটনা ঘটেছে৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান