মোবাইলের মাধ্যমে অনুষ্ঠান শুনছি | পাঠক ভাবনা | DW | 05.05.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মোবাইলের মাধ্যমে অনুষ্ঠান শুনছি

আমি রংপুরের একটি গ্রাম খটখটিয়া থেকে মোবাইলের মাধ্যমে আপনাদের এফএম ব্যান্ডের অনুষ্ঠান নিয়মিত শুনছি৷

সব পরিবেশনাই ভালো লাগে তবে বেশি ভালো লাগে সবুজ পৃথিবী, হেল্থলাইন, ক্যাম্পাস, পশ্চিমের জানালা, নন্দন, মোনালিসা ও ইনবক্স৷ আমি সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি নিয়মিত৷ শামীম আহমেদ, গ্রামীণ পল্লব, খটখটিয়া, রংপুর৷

তিন তারিখের বিজ্ঞান প্রযুক্তিতে ‘ইন্টারনেট হয়ে উঠেছে আধুনিক সময়ের গণমাধ্যম' শীর্ষক প্রতিবেদনের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম৷ একুশ শতকের গণমাধ্যম নতুন ক্ষেত্র, নতুন অন্তরায় - এই প্রতিপাদ্যকে সামনে রেখেই মঙ্গলবার সারাবিশ্বে পালিত হয়েছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস'৷ বিশেষজ্ঞদের সাথে আমরাও একমত যে, এখন প্রথাগত মাধ্যমের চেয়ে ইন্টারনেট হয়ে উঠেছে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মাধ্যম৷ আর হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমরা সম্পূর্ণ নতুন একটি যুগে পদার্পণ করেছি, যেখানে আত্মীয় বা প্রিয়জনের চিঠি বা কোন খবরের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না বা বিদেশে থাকা কোন আত্মীয় পরিজনের সাথে কথা বলার জন্য টিএনটির টেলিফোন বুথের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না৷ ইন্টারনেট প্রযুক্তির বদৌলতে বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের সহায়তায় নিমিষের মধ্যেই আমরা কোন ধরনের অপেক্ষা না করেই মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে বিভিন্ন স্থানে থাকা আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে পারছি এবং প্রয়োজনে কম্পিউটারের মাধ্যমে তাদের ছবিও দেখতে পারছি৷ কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির কারণেই এটা সম্ভব হচ্ছে৷ ধন্যবাদ কম্পিউটার ও ইন্টারনেটের আবিষ্কারককে৷ যারা আমাদের জীবনযাত্রায় এনেছে আমূল পরিবর্তন সেই সাথে আরো ধন্যবাদ আমাদের প্রিয় ডয়চেভেলেকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির নানা তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

আমি রংপুরের একটি গ্রাম খটখটিয়া থেকে মোবাইলের মাধ্যমে আপনাদের এফএম ব্যান্ডের অনুষ্ঠান নিয়মিত শুনছি৷ সব পরিবেশনাই ভালো লাগে তবে বেশি ভালো লাগে সবুজ পৃথিবী, হেল্থলাইন, ক্যাম্পাস, পশ্চিমের জানালা, নন্দন, মোনালিসা ও ইনবক্স৷ আমি সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি নিয়মিত৷ শামীম আহমেদ, গ্রামীণ পল্লব, খটখটিয়া, রংপুর৷

আমাদের ক্লাবের একজন সদস্য খুলনা থেকে আমাকে জানালেন গতকাল খুলনা থেকে এফএম ব্যান্ডের অনুষ্ঠান শোনা যায়নি৷ না শোনা যাওয়ার কারণ জানাবেন৷ বিএম ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ৷

আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বাংলা বিভাগের সবার প্রতি৷ আজ হঠাৎ করে বাংলাদেশ বেতার খুলনা থেকে সন্ধ্যা বেলার অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রয়েছে৷ তার পরিবর্তে আধুনিক বাংলা গান শোনানো হচ্ছে৷ কারণ বুঝতে পারলাম না৷ কারণ জানাবেন কি? বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি৷ ধাঁধা প্রতিযোগিতায় প্রায় নিয়মিতই অংশ নিয়ে আসছি৷ যদিও পুরস্কার আমার ভাগ্যে জোটে না৷ তবুও যদি কখনও কপালে শিকে ছিড়ে কোনও পুরস্কার জুটে যায়৷ মুনির আহম্মদ, শীববাড়ি মোর, খুলনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক