মোবাইলে অনুষ্ঠান শোনা | পাঠক ভাবনা | DW | 30.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মোবাইলে অনুষ্ঠান শোনা

রেডিও র চেয়ে এখন মোবাইলে অনুষ্ঠান শোনা অনেক সহজ হয়ে গেছে৷ চট্টগ্রামে ডয়চে ভেলের অনুষ্ঠান এখন এফএম ব্যান্ডে অনেক ভালো শোনা যাচ্ছে৷ খুব ভালো ...

লাগছে অনেক দিন পর হলেও ডয়চে ভেলে শ্রোতাদের কাছে এফএম ব্যান্ডে আবির্ভূত হয়েছে৷ দেরিতে হলেও এটি শ্রোতাদের জন্য একটি বিরাট মাইল ফলক হিসেবে ইতিহাস হয়ে গেলো৷ রেডিওর চেয়ে এখন মোবাইলে অনুষ্ঠান শোনা অনেক সহজ হয়ে গেছে৷ আমরা এখন প্রতিদিন মোবাইলে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছি তবে এফএম ব্যান্ডের বিষয়ে বাংলাদেশে তৃনমূল পর্যায়ে আরো ব্যাপক প্রচারের অনুরোধ জানাচ্ছি ডয়চে ভেলে কর্তৃপক্ষকে৷ কারণ এখনো অনেক শ্রোতা এ বিষয়ে তেমন কিছু জানেনা৷ আবু তাহের রায়হান, আফতাব উদ্দিন ডিকেন্স, সাহাদাত হোসেন আশরাফ, মাহাবুবুল মাওলা রিপন, এ্যাডভোকেট কালাম উল্লাহ সুমন, সাঈমা পলাশ, মাহমুদ হায়দার জীবন, নুরুল ইসলাম মেরাজ, আব্দুল্লাহ আল-নোমান, আশফাক আহমেদ আকাশ, ডিএক্সিং নিউজ, বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম, বাংলাদেশ৷

নতুন আঙ্গিকের অনুষ্ঠানমালা সন্দেহাতীতভাবে শ্রোতাবন্ধুদের মন কেড়েছে সত্যিই৷ কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে একই বিষয় অতিরিক্ত পুনঃপ্রচার কেমন যেন একঘেয়েমি লাগছে৷ এক্ষেত্রে ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রতি সবিনয়ে আমাদের প্রস্তাব পুনঃপ্রচার কমিয়ে দিয়ে কৃষি বিষয়ক একটি ফিচার চালু করুন, সেতুবন্ধ নামে না হলেও আন্তঃধর্মীয় সংলাপ তথা সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক অনুষ্ঠানটি ফিরিয়ে আনুন৷ ইনবক্সের সময় বৃদ্ধি করুন এবং জার্মানির রাজ্য পরিচিতি শিরোনামে একটি ধারাবাহিক পরিবেশনা চালু করুন৷ এতে ডয়চে ভেলের প্রতি শ্রোতাদের আকর্ষণ বাড়বে বলে আমাদের বিশ্বাস৷ এফ এম তরঙ্গ অবিলম্বে শতভাগ শ্রোতার জন্য সম্প্রসারিত হোক এই শুভ কামনানয় ক্লাবের পক্ষে আব্দুল কুদ্দুসমাস্টার,মিজানুর রহমান, মমতাজ বেগম, তাহমিনা পারভীন, সিজান ও অন্যান্য সদস্যস্য, শাপলা শর্টওয়েভ এন্ড ডয়চে ভেলে লিসনার্স ক্লাব, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷