1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মোস্ট ডিসিপ্লিন্ড’ কোচ ফাবিও কাপেলো

৩ জুন ২০১০

বিশ্বকাপের সবচেয়ে বেশি বেতনভোগী কোচ কে? খেলোয়াড়দের শৃঙ্খলার উপর সবচেয়ে বেশি জোর দেন কোন্ কোচ? সিদ্ধান্ত নিতে বাস্তবতার উপরই সবচেয়ে বেশি নির্ভর করেন কোন্ কোচ?

https://p.dw.com/p/Ngme
ছবি: AP

এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু একটাই- ইংল্যান্ডের ইটালিয়ান কোচ ফাবিও কাপেলো৷

এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে কেন ? এই কেন'র উত্তর হলো ১৬টি মৌসুমে বিভিন্ন ক্লাব দলকে কোচিং দিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন মোট নয়বার ! তাই শিরোপা প্রত্যাশী ইংল্যান্ড দল তাঁকে বছরে ষাট লক্ষ পাউন্ড দিয়ে কোচ বানিয়েছে৷ অর্থাৎ টাকার হিসেবে কাপেলোর মাসিক বেতন প্রায় পাঁচ কোটি ১০ লক্ষ !

এবার আসি তাঁর শৃঙ্খলার কথায়৷ খেলোয়াড়দের জন্য ডিনারে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন তিনি৷ আর খেলার বিরতিতে ড্রেসিং রুমে ফিরে প্রথম তিন মিনিট কেউ যেন কোনো কথা না বলে সে ব্যাপারে রয়েছে তাঁর নির্দেশ৷ এর পেছনে কাপেলোর যুক্তি, কিছুটা সময় আরাম করা- যা পরবর্তীতে মাঠে নামতে খেলোয়াড়দের অতিরিক্ত শক্তি জুগিয়ে থাকে৷

WM Qualifikationsspiel England Kroatien London Fans Flash-Galerie
ছবি: Alen Legovic

আর কাপেলোর বাস্তববাদী চিন্তার সর্বশেষ উদাহরণ হলো আর্সেনালের তারকা উইঙ্গার থিও ওয়ালকটের দল থেকে বাদ পড়া৷ বিশ্বকাপের কোয়ালিফাইং পর্বে ভাল খেলা ২৩ বছর বয়সী এই তরুণ বিশ্বকাপের দলে ঠাঁই পাচ্ছেন বলেই আশা করছিলেন সবাই৷ কারণ ইনজুরিতে আক্রান্ত ওয়ালকট আর্সেনালের হয়ে শেষ মৌসুমটিতে ভাল খেলতে না পারলেও গত সপ্তাহে মেক্সিকোর সঙ্গে প্রস্তুতি ম্যাচে ভাল করেন তিনি৷ কিন্তু তারপরও দেখা গেল কাপেলোর ঘোষণা করা ২৩ জনের প্রাথমিক দলে নাম নেই ওয়ালকটের৷ এর মাধ্যমে কাপেলো অন্যান্য তারকা খেলোয়াড়দেরও একটা সংকেত দিয়ে দেন যে, একমাত্র ধারাবাহিক ভাল খেলাই পারে দলে কারো জায়গা পাকা করতে৷

কাপেলোর আরেকটি রেকর্ড যে কোনো কোচের জন্য বেশ মর্যাদার৷ কাপেলো এ পর্যন্ত যতগুলো দলের কোচ ছিলেন সবাইকে দেশীয় লিগে চ্যাম্পিয়ন করেছেন৷ এবারই প্রথম তিনি কোনো দেশের জাতীয় দলের দায়িত্ব কাঁধে নিয়েছেন৷ দেখা যাক, ১৯৬৬ সালের পর এবার তিনি ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারেন কিনা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ