1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মোহাম্মদ’ নাম নিয়ে জার্মানিতে বিতর্ক

৮ মে ২০১৯

নামে কি আসে যায়? কিন্তু জার্মানিতে যদি নাম হয় ‘মোহাম্মদ’, সেটা নিয়ে হতে পারে ভয়াবহ রাজনীতি৷ কট্টর ডানপন্থি দল এএফডি নিচ্ছে তেমনই এক সুযোগ৷

https://p.dw.com/p/3I7ey
Kleines staunendes glucksendes Baby unter einer Decke
ছবি: picture-alliance

২ মে সোসাইটি ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ নামের রাজনৈতিক প্রভাবমুক্ত একটি প্রতিষ্ঠান জার্মানদের কাছে সবচেয়ে জনপ্রিয় শিশুদের নামের বার্ষিক তালিকা প্রকাশ করে৷

সাত শতাধিক নাম নিবন্ধন কার্যালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় এ প্রতিবেদন৷ দেখা যায়, ২০১৮ সালে জার্মানদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল মেয়েশিশুর জন্য ‘মারি’ এবং ছেলে শিশুর জন্য ‘পল’৷

আপাত নির্দোষ এই প্রতিবেদন খুব দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে আসে সম্পূর্ণ অন্য কারণে৷ বার্লিনের ২২ হাজার নবজাতকের মধ্যে প্রতি ২৫ জনে একজনের নাম রাখা হয়েছে ‘মোহাম্মদ’৷

গণমাধ্যমের উন্মত্ততা

বার্লিনের দৈনিক সংবাদপত্র টাগেসস্পিগেল শিরোনাম করেছে ‘কার্ল-হাইনৎসের চেয়ে বেশি জনপ্রিয় মোহাম্মদ’৷ ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল উল্লেখ করেছে, ‘‘জার্মানির ১৬ রাজ্যের ৬টিতে ১০ জনপ্রিয় নামের একটি মোহাম্মদ৷’’ তবে এসব সংবাদের কোনোটিতেই আসল তথ্য তুলে ধরা হয়নি৷

কট্টর ডানপন্থি অভিবাসনবিরোধী দল অলটারনেটিভ ফর জার্মানি  (এএফডি)-র সংসদীয় দলের উপনেতা আলিসে ভাইডেল জার্মান ট্যাবলয়েড বিল্ড-এর প্রতিবেদন টুইটারে শেয়ার করতে এক মুহূর্তও দেরি করেননি৷ সেখানে তিনি বলেন, ‘‘কী আসে যায়! গত বছর বার্লিনে ছেলে নবজাতকের জন্য সবচেয়ে পছন্দের নাম ছিল মোহাম্মদ...ক্রমবর্ধমান প্রবণতা৷’’

এএফডির বার্লিন শাখার বক্তব্য আরো স্পষ্ট৷ টুইট অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছে দলটি৷ সেখানে দেখা যাচ্ছে হিজাব পরা এক শিক্ষক স্কুলে ক্লাস নিচ্ছেন৷ ছবিটির সাথে ক্যাপশন দেয়া হয়েছে, ‘‘ইসলামীকরণ বন্ধ করুন৷ কেবলমাত্র এএফডির সহায়তায়৷’’

এর কড়া জবাবও মিলছে৷ ফিলিস্তিনি বংশোদ্ভূত মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাট রাজনীতিবিদ সাওসান শেবিল এএফডির তীব্র সমালোচনা করেছেন৷ তিনি বলছেন, ‘‘আমার বাবার নাম মোহাম্মদ৷ আমার নাম রাখা হয়েছে সাওসান মোহাম্মদ শেবিল৷ আমার বড় ভাতিজার নাম মোহাম্মদ...আমরা সচেষ্ট থাকবো, যাতে মোহাম্মদ নামটি কখনো হারিয়ে না যায়৷’’

অসঙ্গতিতে ভরা প্রতিবেদন

লাইপসিশ বিশ্ববিদ্যালয়ের পারিবারিক ঐতিহ্য বিষয়ক গবেষক গাব্রিয়েলে রদ্রিগেস ডয়চে ভেলেকে বলেছেন, জার্মান প্রতিষ্ঠানটির করা প্রতিবেদনটি নবজাতকের নামকরণের পরিপ্রেক্ষিত তুলে ধরতে ব্যর্থ হয়েছে৷

জার্মানিতে অভিবাসীর সংখ্যা বাড়ার কারণে ‘মোহাম্মদ’ নাম বাড়ছে, এটা অনেকাংশে সত্যি৷ কিন্তু একই সঙ্গে এটিও বুঝতে হবে, আরব বিশ্বে প্রতিটি পরিবারে অন্তত একটি ছেলের নাম রাখা হয় মোহাম্মদ৷ মুসলিমদের নবি মোহাম্মদের সঙ্গে মিল রেখে নিজের সন্তানের নাম রাখতে চান অনেকেই৷

রদ্রিগেস বলেন, জার্মান পরিবারগুলোর যেমন অনেক নাম থাকে বেছে সন্তানের নামকরণের জন্য৷ জার্মানিতেই প্রতি বছর অর্ধেকের বেশি শিশুর সম্পূর্ণ নতুন নাম রাখা হয়৷ আর সবচেয়ে জনপ্রিয় যে নামগুলোর কথা বলা হচ্ছে, তা মোট জন্ম নেয়া শিশুর দুই থেকে তিন শতাংশ৷

এছাড়া, অন্য কোনো নামের ক্ষেত্রে এত ধরনের ভ্যারিয়েশন পাওয়া যায় না৷ কিন্তু মোহাম্মদ নামটির ২৫ রকমের বানানের খোঁজ পেয়েছেন জরিপকারীরা৷

দেশের সব নামকে বিবেচনায় নিলে সবচেয়ে জনপ্রিয় নাম আলেকজান্ডার৷ এই হিসেবে মোহাম্মদ আছে তালিকার ২৪তম স্থানে৷

ত্রুটিপূর্ণ পদ্ধতি

রদ্রিগেস বলছেন, কিভাবে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে, এ বিষয়েও বিস্তারিত জানানো হয়নি৷ ফলে এ থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়৷

সংস্থাটির গবেষক ফ্রাউকে র‍্যুডেবুশ ডয়চে ভেলের কাছে স্বীকার করছেন, ‘‘আমাদেরও মনে হয়েছে, ফলটা কিছুটা বিভ্রান্তিকর হতে পারে৷’’

ভয়ের পরিবেশ তৈরি

রদ্রিগেস বলছেন, আপাত নির্দোষ এই প্রতিবেদনকে পরিপ্রেক্ষিত ছাড়া ব্যবহার করে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে৷ তিনি বলেন, ‘‘জার্মানিতে বেশিরভাগ নবজাতকের নামই বাইরের দেশ থেকে আসা৷ ফলে জার্মানদের কানেরও কিছুটা অভ্যস্ততা প্রয়োজন৷’’

তিনি বলেন, ‘‘শহর এলাকায় তেমন একটা সমস্যা নেই৷ কিন্তু অন্যান্য এলাকায় মানুষ এতে হুমকি বোধ করে৷ সেসব এলাকায় বিদেশিদের উপস্থিতিও খুব কম৷’’ শুধু নাম নয়, বিদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট যে-কোনো বিষয়েই এই ভীতি কাজ করে বলে মনে করেন তিনি৷ আর এই ভয়কে পুঁজি করেই এএফডি ফায়দা লুটতে চাইছে বলেও বিশ্লেষণ তাঁর৷

অস্টিন ডাভিস/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান