1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাচ কেলেঙ্কারির পর ক্রিকেটার আসিফ বাদ সিনেমা থেকে

৩ সেপ্টেম্বর ২০১০

কথা ছিল ছবিতে অভিনয় করবেন ক্রিকেটার মোহাম্মদ আসিফ৷ সেই আশার গুড়ে বালি! বলিউড ছবিতে নায়কের ভূমিকায় অভিনয়ের আশা শেষ তাঁর৷ পরিচালক জানিয়ে দিলেন, ‘না, তাঁকে ছবিতে রাখা সম্ভব নয়৷’

https://p.dw.com/p/P3dM
মোহাম্মদ আসিফছবি: AP

পাকিস্তান ক্রিকেট দলের ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ৷ যিনি তাঁর অপর দুই খেলোয়াড়কে সঙ্গী করে ম্যাচ ফিক্সিং এর অভিযোগের খড়্গ মাথার উপর নিয়ে বসে আছেন৷

বলিউডের পরিচালক কায়থাপ্রম দামোদরন নাম্বুদ্রি তাঁর পরবর্তী মালায়ালাম ভাষার ছবি ‘মাজাভিলাত্তাম ভারে' বা ‘টু দ্য এন্ড অফ রেইনবো'তে অভিনয় করার জন্য মোহাম্মদ আসিফকেই বেছে নিয়েছিলেন৷ পরিচালক জানালেন, আসিফ এই ছবিতে অভিনয় করতে রাজিও হয়েছিল৷ কিন্তু লন্ডন কেলেঙ্কারির পর তাঁকে আর আমার ছবিতে অভিনয় করানো দুষ্কর৷

ছবির কাহিনীটি একটি ক্রিকেট কোচিং সেন্টারকে কেন্দ্র করে৷ যেখানে এক পাকিস্তানি খেলোয়াড় আসেন ভারতে কোচিং দিতে৷ কোচের ভূমিকাতেই অভিনয় করতে হতো আসিফকে৷

পরিচালক বলছেন, ‘ঘুস কেলেঙ্কারির সঙ্গে জড়িত কাউকে ক্রিকেট কোচের মতো চরিত্রে হয়তো মেনে নেবে না দক্ষিণের জনগণ৷ আর তাই এই সিদ্ধান্ত৷'

পরিচালক প্রথমে এই চরিত্রে অভিনয়ের জন্য পাকিস্তান জাতীয় দলের সাবেক খেলোয়াড় ওয়াসিম আক্রমকে অনুরোধ জানিয়ে ছিলেন৷ কিন্তু শারীরিক অসুবিধার জন্য সেই প্রস্তাব গ্রহণ করতে পারেননি ওয়াসিম আক্রম৷

কথা ছিল আসিফরা লন্ডন অভিযান শেষ করবার পর অক্টোবর মাসেই শুরু হবে শুটিং৷ আর আগামী বছরে হবে শুভ মুক্তি৷ কিন্তু সব কিছু উল্টে গেলো ক্রিকেট কেলেঙ্কারির ঝড়ে! দক্ষিণ ভারতের ঐ পরিচালক জানালেন তিনি এবার নতুন একজন খেলোয়াড়কে খুঁজছেন৷ এ জন্য মনে মনে তিনজনের কথা চিন্তাও করেছেন তিনি৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন