1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাচ ফিক্সিং-এর অভিযোগের খপ্পরে আরেক পাকিস্তানি ক্রিকেটার

১০ সেপ্টেম্বর ২০১০

সালমান বাট, মোহাম্মদ আমের এবং মোহাম্মদ আসিফের নামের সঙ্গে জড়িয়ে গেলো আরেকটি নাম, ওয়াহাব রিয়াজ৷ ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে অভিযুক্ত হলেন পাকিস্তানি এই ক্রিকেটার৷

https://p.dw.com/p/P8hz
মোহাম্মদ আসিফছবি: AP

ফলে চতুর্থ খেলোয়াড় হিসাবে তাঁকে ব্রিটিশ গোয়েন্দা পুলিশের মুখোমুখি হতে হচ্ছে৷ হয়তো আগামী ১৪ই সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হতে পারে ২৫ বছর বয়সী বাহাতি এই তরুণ বোলারকে৷

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি ইজাজ বাট এ তথ্য দেন গতকাল বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে৷ পিসিবি সভাপতি বলেন,‘চতুর্থ ক্রিকেটার হিসেবে রিয়াজ স্পট ফিক্সিংয়ের বিষয়ে তথ্য দিতে স্কটল্যান্ড ইয়ার্ডের মুখোমুখি হচ্ছেন৷'

টিম ম্যানেজার ইয়ার সাঈদ এ বিষয়ে জানান, ‘রিয়াজ অভিযুক্ত হওয়ায় তাকে আপাতত টি টোয়েন্টি টিম থেকে সরিয়ে দেয়া হয়েছে৷ তিনি জানান, গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে৷ আমরা সে অনুমতি দিয়েছি৷ ফলে রিয়াজ এখন রয়েছেন লন্ডনে৷'

গত শুক্রবার সালমান, আমের ও আসিফকে প্রায় ৯ ঘন্টা জিজ্ঞাসবাদ করেন স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা৷ পরে কোন অভিযোগ ছাড়াই ছেড়ে দেয়া হয় তাদের৷ ফলে এই তিনজনের দেশে ফিরে আসা নিয়ে কোন সমস্যা নেই বলেই জানিয়েছেন কর্মকর্তারা৷

ওয়াহার রিয়াজের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ৷ তিনি নাকি ক্রিকেট বুকি মাজহার মাজিদের কাছ থেকে ব্রিটিশ ক্রিকেট টিমের বিপক্ষে লর্ড টেস্টে প্রতিটি নো বলের জন্য ১৭ হাজার ডলার করে নিয়েছিলেন৷ সেই টেস্টটি ছিল রিয়াজের দ্বিতীয় আন্তর্জাতিক টেস্ট৷ ঐ ম্যাচে রিয়াজ দুইটি ওয়াইড এবং আটটি নো বল করেছিলেন৷ একটি পত্রিকা তাদের অনলাইন সংস্করণে এক ভিডিওতে দেখিয়েছে, রিয়াজ কথা বলছেন ক্রিকেট বেটিং এর সাম্প্রতিক আলোচিত চরিত্র মাজহার মাজিদের সঙ্গে৷

উল্লেখ্য, ব্রিটেন সফর শেষ করে গতকাল দেশে ফেরে পাকিস্তান দলের অধিকাংশ সদস্যরা৷ বলে রাখা ভালো, এদিন বিমানবন্দরে উষ্ণ নয়, বেশ ক্ষুব্ধ সংবর্ধনাই জানিয়েছে সমর্থকরা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক