1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাঞ্চেস্টারের রাস্তায় নকল মোদী!

১৬ এপ্রিল ২০১৯

যুক্তরাজ্যের ম্যাঞ্চেস্টারের রাস্তায় নাচছেন একদল মানুষ৷ ভিড়ের মাঝে হঠাৎ দেখা গেল নরেন্দ্র মোদীর মতো সাজা এক ব্যক্তিকে৷ কেন? জানতে দেখুন এই ভাইরাল ভিডিও৷

https://p.dw.com/p/3GqbE
Indien Premierminister Narendra Modi
ছবি: Ians

ভারতে বর্তমানে নির্বাচনের আবহাওয়া৷ স্বাভাবিকভাবেই সাধারণ ভারতীয়দের মধ্যে রয়েছে এই নিয়ে উৎসাহ৷

কিন্তু এই উৎসাহ এখন বন্দি নেই ভারতের সীমানার মধ্যে৷ ভারতের বাইরে বাস করেন বিপুল সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত, যাঁদের ডাকা হয় ‘এনআরআই' বা ‘অনাবাসিক ভারতীয়' নামে৷ এই ‘এনআরআই' গোষ্ঠীর মধ্যে অন্যতম জনপ্রিয় রাজনীতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ফলে নির্বাচনি প্রচারে মোদীর হয়ে লড়ার অভিনব পন্থা বেছে লেগে পড়েছেন অনাবাসিক ভারতীয়রাও৷

এমনই একদল ‘এনআরআই'-এর আয়োজন করা একটি মব'-এ দেখা গেল ‘নকল মোদী'-কে৷

গত সপ্তাহে যুক্তরাজ্যের ম্যাঞ্চেস্টার শহরের মোদী-সমর্থক ভারতীয় বংশোদ্ভূত জনতাকে দেখা যায় রাস্তায় নাচতে৷ ‘ফ্ল্যাশ মব' নামের এই আচমকা নাচ বেশ কয়েক বছর ধরে সারা বিশ্বের মানুষের কাছে হয়ে উঠেছে জনপ্রিয়৷

ফলে এই জনপ্রিয় ধারাতেই মোদীর পক্ষে জনমত গড়তে রাস্তায় নেমেছিল একদল ‘এনআরআই'৷ ‘মোদী এগেইন' লেখা টি-শার্ট পরে তাঁরা নাচেন বলিউডের বিভিন্ন বিখ্যাত গানের সাথে৷ সব গানের বিষয়বস্তুই ছিল দেশপ্রেম৷

কিন্তু আশপাশের মানুষ অবাক হয়ে যায় যখন নৃত্যরত জনতার মাঝে হঠাৎ দেখা যায় অবিকল মোদীর মতো সাজা এক পুরুষকে৷ গানের সাথে তাল মিলিয়ে নাচার সাথে সাথে তাকে দেখা যায় মোদীর বিভিন্ন বক্তৃতার উদ্ধৃতি আওড়াতে৷

গত সপ্তাহে ‘এনআরআই'-দের এই কর্মসূচীর ভিডিওটি টুইটারে প্রকাশ পেলে তা দেখতে থাকেন হাজার হাজার মানুষ৷ নকল মোদীকে দিয়ে রাস্তায় নাচানোর এই অভিনব কৌশল ইতিমধ্যে সৃষ্টি করেছে নানা বিতর্ক৷

তবে তর্ক-বিতর্কের মধ্যেই এই ভিডিওটি শুধু টুইটারের একটি পোস্টেই দেখা হয়েছে প্রায় ১২ লক্ষবার৷

অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৫০ লক্ষের কাছাকাছি৷

এসএস/এসিবি 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য