1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাডোনার অন্তর্বাস প্রদর্শনী

৩১ অক্টোবর ২০১৩

আগামী বছর লন্ডনের বার্বিকান সেন্টারে জ্যঁ পল গলটিয়ারের ডিজাইন করা বিভিন্ন পোশাকের প্রদর্শনী হতে যাচ্ছে৷ সেখানে স্থান পাবে পপ সম্রাজ্ঞী ম্যাডোনার অন্তর্বাস, যেগুলোর নকশা করেছিলেন গলটিয়ার৷

https://p.dw.com/p/1A966
Source News Feed: EMEA Picture Service ,Germany Picture Service U.S. singer Madonna performs on stage during her MDNA tour at St. Petersburg Sports and Concert Complex, August 9, 2012. REUTERS/Alexander Demianchuk (RUSSIA - Tags: ENTERTAINMENT /eingest. sc
ছবি: reuters

বিশ্বের নামিদামি তারকা ও সেলিব্রেটিদের পোশাকের প্রদর্শনী প্রায়ই হয়ে থাকে৷ কখনও কখনও নিলামেও ওঠে সেগুলো৷ আবার যে ডিজাইনাররা সেলিব্রেটিদের পোশাক তৈরি করেন, সেসব পোশাকের প্রদর্শনী হয় ইদানীং৷

এমনই এক প্রদর্শনী হবে আগামী বছর লন্ডনে৷ সেখানকার বার্বিকান সেন্টারে জ্যঁ পল গলটিয়ারের ডিজাইন করা বিভিন্ন পোশাকের প্রদর্শনীর প্রস্তুতি চলছে৷ ১৯৯০ সালে ‘ব্লন্ড অ্যাম্বিশান ওয়ার্ল্ড ট্যুর'এর সময় পপ সম্রাজ্ঞী ম্যাডোনা যে অন্তর্বাস পড়েছিলেন সেটার ডিজাইনও করেছিলেন গলটিয়ার৷ আর তাই এই প্রদর্শনীতে ঐ অন্তর্বাসগুলো স্থান পাচ্ছে৷

এছাড়া বিভিন্ন কনসার্টে গলটিয়ারের ডিজাইন করা পোশাক পড়েছিলেন কাইলি মিনোগি৷ সেগুলোও স্থান পাবে প্রদর্শনীতে৷ আরো থাকবে পেদ্রো আলমোদোভার এবং লাক বেসনস দ্য ফিফথ এলিমেন্ট মুভির কস্টিউমও৷

২০১৪ সালের এপ্রিলে শুরু হবে প্রদর্শনীটি৷ গলটিয়ার জানিয়েছেন, যেসব মুভি তাঁকে অনুপ্রাণিত করেছে, সেগুলোর কস্টিউম রাখা হবে এই প্রদর্শনীতে৷ সেখানে পিটার গ্রিন অ্যাওয়েস-এর চলচ্চিত্র দ্য কুক, দ্য থিফ, হিজ ওয়াইফ অ্যান্ড হার লাভার-এর কস্টিউমগুলোও স্থান পাবে বলে জানালেন তিনি৷

এপিবি/জেডএইচ (রয়টার্স)