1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যান ইউ-র সঙ্গেই চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল ব্রিটিশরা

৮ এপ্রিল ২০১০

চ্যাম্পিয়নস লিগে ব্রিটিশ দলের আধিপত্যের দিন কী তাহলে শেষ হয়ে গেল? বায়ার্নের সঙ্গে অ্যাওয়ে ম্যাচে বুধবার জিতেও লিগের শেষ চার থেকে ছিটকে গেছে ম্যান ইউ৷ ব্রিটিশদের আশারও সমাপ্তি সেখানেই৷

https://p.dw.com/p/MqVI
বায়ার্নের হয়ে দুরন্ত গোল করার পর রবেন (বাঁ দিকে)ছবি: AP

সেই ২০০৫ সাল থেকে চ্যাম্পিয়নস লিগ শাসন করে আসছিল কোন না কোন ইংলিশ ক্লাব৷ ২০০৫ সালে প্রথমবার লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ বিজয় দিয়ে জয়যাত্রার শুরু, আর শেষ হয়ে গেল সেই যাত্রা ২০১০-এ এসে৷ কারণ, ২০০৮ সালে শেষবার এই লিগ জিতে নিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ ২০০৯ সাল পর্যন্ত কোন না কোন ব্রিটিশ ক্লাব এই সম্মানজনক চ্যাম্পিয়শিপের শেষ চারটি দলের মধ্যে থেকেছে৷ কিন্তু, ২০১০-এ এসে বদলে গেল সবকিছু৷ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে পরাস্ত হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল ম্যান ইউ৷ আর শোচনীয় এই পরাজয় ঘটে গেল গোলের গড়ে৷

বুধবার বায়ার্নের বিরুদ্ধে খেলা শেষ হয়ে যাওয়ার পর ম্যান ইউ-র হতাশ কোচ অ্যালেক্স ফার্গুসন বললেন, ‘‘গত পাঁচ বছর ধরে কোন না কোন ইংলিশ ক্লাব এই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে৷ কিন্তু এই প্রথম আমরা সবাই ছিটকে গেছি৷ সব সময় ভাগ্যের সহায়তা পাওয়া যায় না৷''

Fußball Bayern München Manchester United April 2010
দ্বিতীয় গোলের পর ম্যান ইউ-র উচ্ছাস৷ শেষ পর্যন্ত কিন্তু ফলাফল চলে গেছে তাদের বিরুদ্ধেই৷ছবি: AP

তবে বুধবারের খেলায় বায়ার্নের বিক্রমের তারিফও অল্প কথায় শেষ হওয়ার নয়৷ খেলার প্রথমার্দ্ধ পর্যন্ত ম্যান ইউ তিন গোলে এগিয়ে ছিল৷ আগের খেলায় বায়ার্নের মাঠে দুই এক গোলে জেতা বায়ার্ন মিউনিখ দলটাকে প্রথমার্দ্ধ পর্যন্ত যথেষ্ট অসহায় দেখাচ্ছিল৷ বোঝাই যাচ্ছিল, ম্যান ইউ ম্যাচ প্রায় বের করে নিয়েছে৷ সেই পরিস্থিতি থেকে দ্বিতীয়ার্দ্ধে খেলতে নেমে দুই গোল দেওয়া এবং গোলের গড়ে ম্যান ইউকে ছিটকে দেওয়াটা বায়ার্ন মিউনিখের এবং তাদের সমর্থকদের বহুদিন মনে থেকে যাবে৷ তাছাড়া ডাচ স্ট্রাইকার আর্জেন রবেনের ভলি থেকে করা গোলটিও ছিল অসাধারণ এবং দৃষ্টিনন্দন৷

ম্যান ইউ-র কাছে ব্রিটিশ ফুটবল ফ্যানদের প্রত্যাশার পারদ এই মুহূর্তে যথেষ্ট নেমেছে৷ কারণ, চ্যাম্পিয়নস লিগে কোন ব্রিটিশ ক্লাব অন্তত শেষ চারেও টিকে না থাকাটা চট করে মেনে নেওয়া সহজ নয়৷ তবে তবে ম্যান ইউ-র সামনে নিজেদের সম্মান পুনরুদ্ধারের জন্য এখনও অন্তত একটা পথ খোলা রয়েছে৷ আর তা হল, প্রিমিয়ার লিগে নিজেদের খেতাব অক্ষুন্ন রাখা৷ আগামী রোববার ব্ল্যাকবার্নের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে ম্যান ইউ মাঠে নামছে৷ সেই লিগের এখনও পাঁচটা খেলা বাকি৷ আর সেখানে ম্যান ইউ এখনও চ্যাম্পিয়নের দৌড়ে টিকে রয়েছে৷ ফলে সেদিকেই তাকিয়ে থাকতে হবে ম্যান ইউ-র সমর্থকদের৷

প্রতিবেদক- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - আবদুল্লাহ আল ফারুক