1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল' জয়ী প্রথম আরব আলহারতি

২২ মে ২০১৯

প্রথম আরব নারী হিসাবে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার জিতেছেন ওমানের লেখিকা জোকা আলহারতি৷ নিজ দেশের ঔপনিবেশিক আমল পরবর্তী বিবর্তন নিয়ে লিখিত ‘সেলেস্টিয়াল বডিজ' উপন্যাসের জন্য ব্রিটেনের মর্যাদাপূর্ণ এই পুরস্কার৷

https://p.dw.com/p/3ItmH
Man Booker International Preis 2019 Jokha Alharthi
ছবি: Getty Images/P. Summers

লন্ডনে রাউন্ডহাউজে মঙ্গলবার এক অনুষ্ঠানে আলহারতির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ অন্য ভাষা থেকে ইংরেজিতে অনুদিত ফিকশনের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে৷

মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় আলহারতি সাংবাদিকদের বলেন, ‘‘আমি এজন্য রোমাঞ্চিত যে, এর মাধ্যমে আরবের সমৃদ্ধ সংস্কৃতির দিকে একটি জানালা উন্মোচিত হলো৷''

পুরস্কারজয়ী উপন্যাসের বাইরে আরবি ভাষায় ৪০ বছর বয়সি আলহারতির তিনটি উপন্যাস, দুইটি ছোটগল্প সমগ্র ও একটি শিশুদের বই রয়েছে৷

এই লেখিকা ক্লাসিক আরবি কবিতা নিয়ে পড়েছেন যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে৷ এখন তিনি পড়াচ্ছেন ওমানের রাজধানী মাসকাটের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ে৷

‘‘ওমান দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি তা ঠিক, তবে আন্তর্জাতিক পাঠকরা বইটিতে মানুষের মূল্যবোধ, স্বাধীনতা ও ভালোবাসার সংশ্লেষ খুঁজে পাবেন,'' বলছেন আলহারতি৷

পুরস্কারের সম্মানী ৫০ হাজার পাউন্ড (৫৭ হাজার ইউরো)৷ যা লেখক ও অনুবাদকের মধ্যে সমান অংশে ভাগ করে দেওয়া হয়৷ আলহারতির বইটি অনুবাদ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্যের শিক্ষক ম্যারিলিন বুথ৷

‘সেলেস্টিয়াল বডিজ' উপন্যাস সম্পর্কে বিচারকরা বলেছেন, ‘‘এতে একটি সমাজের পরিবর্তন সম্পর্কে গভীর মনোনিবেশ, সম্পৃক্ততা ও কাব্যিক অন্তর্দৃষ্টির সন্নিবেশ ঘটেছে৷''

এ বছরের পুরস্কারে প্রথম ছয় জনের তালিকায় আলহারতির সঙ্গে ছিলেন ফ্রান্সের আনি ইয়ানো, জার্মানির মারিয়ন পোশমান, পোল্যান্ডের অলগা তোকারসুক, কলম্বিয়ার হুয়ান গাব্রিয়েল ভাসকেস এবং চিলির আলিয়া ত্রাবুকো সিরান৷

এমবি/জেডএইচ (এএফপি, রয়টার্স, ডিপিএ)