1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যান বুকার জয় করলেন ফিলিপ রথ

১৯ মে ২০১১

ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাস বহুল জীবন যাপনকারী স্বনামধন্য লেখক ফিলিপ রথ৷ বিশ্বের খ্যাতিনামা ১২ জন বিশিষ্ট লেখক-উপন্যাসিককে পেছনে ফেলে ২০১১ সালের এই পুরস্কার জিতলেন রথ৷

https://p.dw.com/p/11JLd
** FILE ** In this Sept. 8, 2008 file photo, author Philip Roth poses for a photo in the offices of his publisher Houghton Mifflin, in New York. (AP Photo/Richard Drew, file)
ফিলিপ রথছবি: AP

ফিলিপ রথের সাহিত্য জীবনের পাঁচ দশকের ভূয়সী প্রশংসা করে তাঁকে এই বছরের সেরা লেখক হিসেবে ঘোষণা করলেন বুকার প্যানেলের প্রধান রিক জেকস্কি৷ ইংরেজি ভাষায় লেখা কিংবা অনূদিত সাহিত্য কর্মের জন্য সেরা সাহিত্যিককে দুই বছর পর পর দেওয়া হয় এই সম্মানজনক পুরস্কার৷ ২০০৫ সালে প্রথম এই পুরস্কার পান আলবেনীয় লেখক ইসমাইল কাদারে৷ ২০০৭ সালে পান নাইজেরিয়ার খ্যাতিমান সাহিত্যিক চিনুয়া আচিবি এবং ২০০৯ সালে ক্যানাডার অ্যালিস মানরো পেয়েছিলেন ৬০ হাজার পাউন্ড মূল্যমানের এই পুরস্কার৷

৭৮ বছর বয়সি উপন্যাসিক ফিলিপ রথ সমধিক বিখ্যাত ১৯৬৯ সালে প্রকাশিত তাঁর উপন্যাস ‘পর্টনয়জ কমপ্লেইন্ট' এর জন্য৷ তাঁর অন্যান্য জনপ্রিয় সাহিত্য কর্মের মধ্যে রয়েছে ১৯৯৭ সালে প্রকাশিত পুলিৎজার পুরস্কার বিজয়ী ‘অ্যামেরিকান প্যাস্টোরাল', ‘আই ম্যারিড এ কমিউনিস্ট' এবং ‘দ্য হিউম্যান স্টেইন'৷ ১৯৬০ সালে মাত্র ২৬ বছর বয়সে তাঁর প্রথম বই ‘গুডবাই, কলাম্বাস' এর জন্য তিনি মার্কিন জাতীয় গ্রন্থ পদক পান৷ এরপর ১৯৯৫ সালে একই পদক পান ‘সাবাথ'স থিয়েটার' নামক গ্রন্থের জন্য৷ এছাড়া জাতীয় গ্রন্থ সমালোচক সমিতির পুরস্কার দুই বার এবং পেন-ফকনার পুরস্কার পান তিন বার৷ ২০০১ সালে অ্যামেরিকান অ্যাকাডেমি অফ আর্টস অ্যান্ড লেটার্স ফিলিপ রথকে স্বর্ণ পদক প্রদান করেন৷

তবে বুধবার বুকার প্যানেলের প্রধান জেকস্কি যখন ফিলিপ রথ-এর নাম ঘোষণা করেন তার কিছুক্ষণ আগেই পদত্যাগ করেন প্যানেলের অন্যতম সদস্য ক্যারমেন ক্যালিল৷ মূলত ফিলিপ রথকে এই পদকের জন্য বাছাইকৃতদের তালিকায় রাখার প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত বলে গার্ডিয়ান পত্রিকাকে জানিয়েছেন ক্যালিল৷ ব্রিটিশ নারীবাদী প্রকাশনা সংস্থা ভিরাগো প্রেস এর প্রতিষ্ঠাতা ক্যালিল বলেন, ‘‘আমি তাঁকে আদৌ কোন লেখক বলেই মনে করি না৷'' অবশ্য একজন লেখকের এমন কড়া সমালোচক থাকাটা নতুন কিছু নয়৷ বরং পাঠকের কাছেই লেখকের প্রকৃত মূল্যায়ন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম