1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যার্কেল মন্ত্রিসভা গ্রিসের জন্য সাহায্য অনুমোদন করল

৩ মে ২০১০

জার্মান মন্ত্রিসভা গ্রিসের জন্য পরিকল্পিত সাহায্য প্যাকেজ নিয়ে আইনের খসড়া অনুমোদন করল সোমবার৷ এই প্যাকেজের আওতায় জার্মানি ২০১২ সাল পর্যন্ত ঋণর্জরিত গ্রিসকে ২২ বিলিয়ন ইউরো অর্থসাহায্য দেবে৷

https://p.dw.com/p/NDUA
চ্যান্সেলর ম্যার্কেল: গ্রিসের জন্য উদ্ধার কর্মসূচির রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ব্যাপকছবি: AP

আশা করা হচ্ছে শুক্রবারের মধ্যেই জার্মান সংসদের দুই কক্ষেই এই আইন প্রস্তাব অনুমোদন পাবে৷

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ইউরো অঞ্চলের দেশগুলোর এই উদ্ধার প্যাকেজে গ্রিসকে ১২০ বিলিয়ন ইউরো দেয়া হবে৷ ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীরা সে সিদ্ধান্ত রোববারই গ্রহণ করেন ব্রাসেলস-এ৷ সাহায্যের সবচেয়ে বড় অঙ্ক দেবে জার্মানি৷ এবং তা নিয়ে মন্ত্রিসভার ইতিবাচক সিদ্ধান্ত সরকারের সামনে একটা প্রয়োজনীয় কাঠামো এনে দিল যার মধ্য দিয়ে আগামী দিনগুলোতে সংসদের দুই কক্ষ বুন্ডেসটাগ ও বুন্ডেসরাটে সংশ্লিষ্ট আইন দ্রুত অনুমোদন করানো সম্ভব হবে৷ গ্রিসের জন্য পরিকল্পিত সাহায্য প্যাকেজটি চূড়ান্তভাবে অনুমোদন করবেন ইউরো মুদ্রা এলাকার রাষ্ট্র ও সরকারপ্রধানরা শুক্রবার সন্ধ্যায় অথবা শনিবার৷

Guido Westerwelle
পররাষ্ট্রমন্ত্রী ভেস্টারভেলে: গ্রিসে যে আগুন লেগেছে তা নিভিয়ে ফেলা দরকার, যেন এই আগুন ইউরোকে গ্রাস করতে না পারেছবি: AP

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, গ্রিসের জন্য উদ্ধার কর্মসূচির রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক৷ এর মধ্য দিয়ে শুধু গ্রিসকেই সাহায্য করা হচ্ছে তা নয়, ইউরো মুদ্রার স্থিতিও নিশ্চিত করা হবে৷ তবে তিনি ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে আরও কিছু ব্যবস্থা নেয়ার ওপর জোর দেন৷ ম্যার্কেল বলেন, বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে৷ ফাটকাবাজদের পথ বন্ধ করতে হবে৷ এবং একটি ইউরোপীয় রেটিং এজেন্সী অবশ্যই গড়ে তুলতে হবে৷

উদ্ধার প্যাকেজের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেছেন: ‘‘গ্রিসে যে আগুন লেগেছে তা আমরা নিভিয়ে ফেলছি, যাতে এই আগুন ইউরোপকে এবং ইউরো মুদ্রাকে গ্রাস না করতে পারে৷'' চ্যান্সেলর ম্যার্কেল এবং পররাষ্ট্রমন্ত্রী ভেস্টারভেলে বার্লিনে এক যুক্ত সংবাদ সম্মেলনে এই বক্তব্য রাখেন সোমবার৷

ওদিকে গ্রিক সরকারের কঠোর ব্যয়সঙ্কোচ কর্মসূচির জবাবে আরও ধর্মঘটে নামার কথা বলছে ঐ দেশের প্রধান কর্মী ইউনিয়নগুলো৷ গ্রিসের বৃহত্তম সরকারি কর্মী ইউনিয়ন আডেডি জানিয়েছে, মঙ্গলবার তারা ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু করবে৷ এই ইউনিয়ন সাড়ে সাত লাখ কর্মীর প্রতিনিধিত্ব করে৷ জরুরি ঋণসাহায্যের বিনিময়ে গ্রিসকে আগামী তিন বছরে বাজেটে ব্যয় বরাদ্দ ৩০ বিলিয়ন ইউরো কমানোর প্রতিশ্রুতি দিয়েছে৷ ব্যয়সঙ্কোচের খাঁড়া পড়বে বিশেষ করে সরকারি কর্মচারীদের ওপর৷

প্রতিবেদক : আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা : দেবারতি গুহ