1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ময়লা কিন্তু ফেলনা নয়

১০ মার্চ ২০১১

প্রতিনিয়ত আমরা এমন কিছু জিনিস ব্যবহার করি, যা পরিশোধন করে নবায়নের মাধ্যমে নতুন আরেকটি পণ্যে রূপান্তরিত করা যায়৷ এতে একদিকে পরিবেশকে নোংরা আবর্জনার হাত থেকে রক্ষা করা যায়৷

https://p.dw.com/p/10Wz4
আবর্জনার স্তূপ পরিবেশের ক্ষতি করছেছবি: AP

অপরদিকে এর মাধ্যমে রোধ করা সম্ভব অতিরিক্ত কাঁচামালের ব্যবহারও৷ নতুন কিছু কেনা যেতে পারে৷ কিন্তু তা কিনতে নতুন করে কোন কিছুর অপচয় করতে হচ্ছে না৷ বিষয়টি একটু গোলমেলে মনে হচ্ছে? পরিবেশ বান্ধব এই ধারণার জনপ্রিয়তা ঘটিয়েছে ইসরায়েলের একটি কোম্পানি৷ নাম সোডাস্ট্রিম৷ এই কোম্পানি কার্বোনাইজেশন মেশিনের মাধ্যমে ব্যবহৃত জিনিসপত্র থেকে নতুন নতুন জিনিস তৈরি করছে৷

এই কোম্পানি একটি খাঁচার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দশ হাজারেরও বেশি খালি বোতল এবং ক্যান৷ যুক্তরাষ্ট্রের পরিবারগুলো গড়ে পাঁচ বছরে এই পরিমাণ বোতল চারপাশে ছুঁড়ে ফেলে৷ আর এতে করে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে, তা দেখানো হচ্ছে পাশের পর্দায়৷

Müll am Strand
প্রতি বছর প্রায় ৩৪০ বিলিয়ন খালি বোতল এবং ক্যান মহাসাগরে আবর্জনা হিসেবে ভেসে যাচ্ছেছবি: picture-alliance/dpa

প্রতি বছর প্রায় ৩৪০ বিলিয়ন খালি বোতল এবং ক্যান মহাসাগরে আবর্জনা হিসেবে ভেসে যাচ্ছে৷ যেগুলো পুনর্ব্যবহার উপযোগী না করে আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে এবং পরিবেশের ক্ষতি করছে৷ আবার ধাতব বিভিন্ন ক্যান তৈরি করার সময় তীব্র কটু গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ে৷

সোডাস্ট্রিম এর যুক্তরাষ্ট্র ভিত্তিক বিপণন কর্মকর্তা ক্রিস্টিন হার্প বলেন, ‘‘আপনার ব্যবহৃত বোতল এবং ক্যান থেকেই আমরা পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র তৈরি করি৷ ফলে এটা আপনাকে অপচয় রোধে সাহায্য করে৷''

এই কোম্পানি পরিত্যক্ত দই এর কন্টেনার দিয়ে টুথব্রাশ তৈরি করেছে৷ এবং টুথব্রাশ বিক্রির সময় এর সঙ্গে ফিরতি খামও দিয়ে দিচ্ছে৷ যাতে ক্রেতারা এটি ব্যবহার শেষে আবার কোম্পনিটির কাছে ফিরিয়ে দিতে পারেন৷ এবং ঐ কোম্পানি এটা দিয়ে আবার নতুন করে কিছু তৈরি করতে পারে৷


যুক্তরাষ্ট্রে রান্না করার জন্য ব্যবহৃত অ্যালুমিনিয়াম পাত্রের প্রায় সত্তর শতাংশই হ্যান্ডি ফয়েল কোম্পানির তৈরি৷ কোম্পানিটির দাবি, এখন তারা তাদের শতভাগ পণ্যই তৈরি করছে পুনর্ব্যবহারযোগ্য অ্যালুমিনিয়াম ব্যবহার করে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন