1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

যখন হার্টঅ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়

১৩ ডিসেম্বর ২০১৮

বড়দিন সম্ভবত বছরের সবচেয়ে বিপজ্জনক ছুটির সময়৷ একদল গবেষক এমনই মনে করছেন৷ তবে কেন সেই বিপদ ঘটে, সেই ব্যাখা তাঁরা দিতে পারেননি৷

https://p.dw.com/p/3A1TT
Symbolbild: Frau mit gebrochenem Herzen an Weihnachten
ছবি: picture-alliance/Bildagentur-online

সুইডেনের গবেষকরা জানিয়েছেন, বড়দিনের ছুটির সময়ের অন্যান্য দিনের চেয়ে ২৪ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের আগের সন্ধ্যায়, মানুষের মধ্যে হার্টঅ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে৷ স্বাস্থ্য বিষয়ক জার্নাল বিএমজে এই তথ্য প্রকাশ করেছে৷

সুইডেনের ল্যুন্ড বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডেভিড এরলিঙ্গে এই গবেষক দলের প্রধান৷ তিনি এবং তাঁর দলের সদস্যরা ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল অবধি হার্ট অ্যাটাকের কারণে সুইডেনের হাসপাতালে ভর্তি হওয়া ২৮০,০০-এর বেশি মানুষের তথ্য পর্যালোচনা করেছেন৷ তাঁদের গবেষণা অনুযায়ী, ২৪ ডিসেম্বর রাত দশটার দিকে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে৷ এবং সেই দিন কোনো ছুটির আগের বা পরের দুই সপ্তাহের তুলনায় হার্টঅ্যাটাক ৩৭ শতাংশ বেড়ে যায়৷

বড়দিন এবং নতুন বছরের প্রথম দিনও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে, তবে নতুন বছরের আগের রাতে সেই ঝুঁকি বেশি নয়৷ গবেষকরা দেখেছেন, বয়স্ক এবং অসুস্থ মানুষের মধ্যে এই সময়ে হার্ট অ্যাটাক বেশি হয়, যা বাহ্যিক কোনো কারণে হয়ে থাকতে পারে৷ তবে সেই কারণ ঠিক কী তা এখনো শনাক্ত করতে পারেননি গবেষকরা৷ তাঁদের অনুমান হচ্ছে, মানুষের রাগ, উদ্বেগ, দুঃখবোধ এবং মানসিক চাপের কারণে এমনটা ঘটতে পারে৷

উল্লেখ্য, সুইডেনের চিকিৎসকরা এবারই প্রথম হার্ট অ্যাটাকের পেছনে একেবারে সম্পর্কহীন বাহ্যিক কোনো কারণ খুঁজে বের করেনি৷ এর আগে আরেক গবেষণায় তাঁরা জানিয়েছিলেন যে, ঠান্ডা এবং মেঘাচ্ছন্ন পরিবেশে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে৷

লুইস স্যান্ডারস ফোর /এআই