1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যদি সূর্য নিভে যায়

১৭ মার্চ ২০২০

প্রায় ৪৫ কোটি বছর ধরে আলো দিয়ে চলছে সূর্য৷ যার কেন্দ্রস্থলে রয়েছে হাইড্রোজেন৷ তার থেকেই তৈরি হয় হিলিয়াম আর আলোকিত হয়ে ওঠে সৌরজগতের গ্রহগুলো৷ কিন্তু জ্বলে পুড়ে হাইড্রোজেনও একদিন নিঃশেষ হবে৷ সূর্যের পরিণতি কী হবে তখন?

https://p.dw.com/p/3ZaLG