1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যাত্রার পোস্টার

৪ ফেব্রুয়ারি ২০২০

যাত্রাপালা কি গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে? মোটেও না৷ আধুনিক মাধ্যমগুলো সহজলভ্য হওয়া সত্ত্বেও বিনোদনের এই শিল্পটি সদর্পেই টিকে আছে পশ্চিমবঙ্গে৷ খোদ কলকাতা শহরেই যাত্রার চাহিদা তুঙ্গে৷ দেয়ালে দেয়ালে চোখে পড়বে আকর্ষণীয় সব পোস্টার৷ যার মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারেন পালার নাম, প্রধান কুশীলব কারা৷ তার পেছনের একজন মানুষ সুমিত কুমার রায়৷ যিনি প্রায় পালার নায়ক-নায়িকাদের মতোই বিখ্যাত৷

https://p.dw.com/p/3XEst