1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বহাল

১ জুন ২০১৮

জার্মানির অর্থমন্ত্রী বলেছেন যে, ওয়াশিংটনের সিদ্ধান্ত ‘ভুল ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি'৷ হার্লি ডেভিডসন ও বুর্বনসহ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপের চিন্তা করছে ব্রাসেলস৷

https://p.dw.com/p/2ynBI
Deutschland Stahlarbeiter
ছবি: picture-alliance/dpa/J. Stratenschulte

 

স্থগিতাদেশের সময় অতিক্রম হওয়ায় শুক্রবার থেকে ইউরোপীয় ইউনিয়ন, ক্যানাডা ও মেক্সিকো থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক কার্যকর হলো যুক্তরাষ্ট্রে৷ ইস্পাতের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপর এই শুল্কের পরিমাণ ১০ শতাংশ৷

বন্ধুর কাছ থেকে এমন আচরণ পেয়ে ক্ষুব্ধ এখন ইউরোপ৷ এর আগে, শুল্ক প্রত্যাহার নিয়ে আলোচনায় বসা সত্ত্বেও আটলান্টিকের দু'পারের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়নি৷ 

বাণিজ্যিক দ্বন্দ্ব

জার্মানির অর্থমন্ত্রী ওলাফ শলৎস ওয়াশিংটনের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘‘এটি একটি একপাক্ষিক ভুল সিদ্ধান্ত এবং আমি মনে করি একটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি৷''

ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো ল্য মের-এর ফল ভালো হবে না বলে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘‘এটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকেই ঠিক করতে হবে যে তারা তাদের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ইউরোপের সঙ্গে বানিজ্যিক দ্বন্দ্বে যাবে কিনা৷''

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন যে এই সিদ্ধান্ত অন্যদের ‘প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করবে'৷

ট্রাম্পের ‘সবচেয়ে প্রিয়' ইউরোপীয় বন্ধু  ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘‘অর্থনৈতিক জাতীয়তাবাদ যুদ্ধ ডেকে আনে৷ ৩০-এর দশকে এমনটিই ঘটেছিল৷''

শেষ মুহূর্তেও অপেক্ষা

ইইউ কর্মকর্তারা শেষ মুহূর্তেও কোনো সুরাহার অপেক্ষা করেছেন৷ তাঁরা আশা করেছিলেন, যুক্তরাষ্ট্র অন্তত ইউরোপকে এই শুল্কের বাইরে রাখবে৷ কিন্তু সব আশায় পানি ঢেলে দিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী, যখন তিনি বললেন যে, ইইউ, ক্যানাডা ও মেক্সিকোকে আর কোনো ছাড় দেয়া হবে না৷

এখন প্রশ্ন হলো ইইউ কী করবে?

ব্রাসেলস এরই মধ্যে বিখ্যাত ব্র্যান্ড হার্লি ডেভিডসন ও বুর্বন হুইস্কির ওপর শুল্ক আরোপের বিষয়ে চিন্তা শুরু করেছে৷ তবে ইউরোপীয়ান কমিশন এ বিষয়ে কী চিন্তা করছে তা জানা যায়নি৷

তবে ইইউ, ক্যানাডা ও মেক্সিকো বিষয়টি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও-র দ্বারস্থ হবে বলেই মনে হচ্ছে৷

জেডএ/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য