1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে আবার বন্দুকধারীর তাণ্ডব

২ অক্টোবর ২০১৫

বৃহস্পতিবার সকাল৷ অরেগন রাজ্যের রোজবার্গ শহরের আম্পকোয়া কমিউনিটি কলেজ৷ সশস্ত্র আততায়ী একটি ক্লাসে ঢুকে ন'জনকে হত্যা করে, আহত হন সাতজন৷ আততায়ী নিজেও পুলিশের গুলিতে নিহত হয়৷

https://p.dw.com/p/1Ghad
Oregon - Amoklauf
ছবি: Reuters

‘‘আমার মুখে তার নাম কোনোদিন শুনবেন না’’: শেরিফ জন হ্যানলিন

মার্কিন যুক্তরাষ্ট্রের ধারা অনুযায়ী, ২৬ বছর বয়সি হত্যাকারীর নাম ইতিমধ্যেই মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে, যদিও কর্তৃপক্ষ এখনও সরকারিভাবে তার নাম ঘোষণা করেননি৷ ডগলাস কাউন্টি শেরিফ জন হ্যানলিন একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে, তিনি আততায়ীর নাম ঘোষণা করে তার সম্ভাব্য উদ্দেশ্য সফল হতে দিতে চান না৷

USA Schießerei Umpqua Community College Oregon PK
পুলিশ আম্পকোয়া কলেজের বাইরে ছাত্রদের তল্লাসি করছে...ছবি: picture-alliance/Mike Sullivan/Roseburg News-Review via AP

সিএনএন-এর খবর অনুযায়ী আততায়ীর সাথে ছিল তিনটি হ্যান্ডগান ও একটি ‘‘লং গান''; সে বডি আর্মার পরে ছিল৷ আততায়ী দৃশ্যত ভীত ছাত্রদের একের পর এক উঠে দাঁড়িয়ে তাদের ধর্ম কী, তা বলতে বলে – তারপর তাদের একের পর এক গুলি করে মারে৷ এক প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী আততায়ী লেকচার হলে ঢোকার পরেই অধ্যাপককে অতি কাছ থেকে গুলি করে মারে৷

তারপর সে অকুস্থলে দাঁড়িয়ে উপস্থিত ছাত্রদের একের পর এক প্রশ্ন করতে থাকে: ‘‘তুমি কি খ্রিষ্টান? যদি তুমি খ্রিষ্টান হও, তবে তুমি উঠে দাঁড়াও৷ যেহেতু তুমি খ্রিষ্টান, সেহেতু তুমি ঈশ্বরকে আর এক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবে৷'' তারপর সে গুলি চালায়; এইভাবে একজনের পর একজনকে হত্যা করে৷

অরেগন-এর হত্যাকাণ্ড ধরলে, যুক্তরাষ্ট্র্রে এ বছর ২৯৪টি ‘মাস শুটিং' বা এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে, বলে জানাচ্ছে মাস শুটিং ট্র্যাকার ওয়েবসাইট, একটি ক্রাউড-সোর্সড ডাটাবেজ৷ যুক্তরাষ্ট্রের শিথিল আগ্নেয়াস্ত্র আইনের বিরোধীরা এই ওয়েবসাইটটি চালান৷

স্বয়ং প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ক্ষোভ চেপে রাখতে পারেননি৷ ‘‘এ যেন গতানুগতিক হয়ে দাঁড়িয়েছে'', বলেছেন ওবামা৷ ‘‘এ নিয়ে খবর করা গতানুগতিক হয়ে দাঁড়িয়েছে, এই পোডিয়ামে দাঁড়িয়ে আমার প্রতিক্রিয়া জানানোটাও গতানুগতিক হয়ে দাঁড়িয়েছে৷ আমরা যেন অবশ হয়ে পড়েছি৷''

‘‘আমার মুখে তার নাম কোনোদিন শুনবেন না’’: শেরিফ জন হ্যানলিন

প্রেসিডেন্ট তাঁর বার্তায় মার্কিন গান লবিকেও এক হাত নিয়েছেন৷ ‘‘এই মুহূর্তে নানা ধরনের প্রেস রিলিজ ছাড়া হচ্ছে, বলে আমি ধরে নিতে পারি৷ ‘আমাদের আরো বন্দুক চান', হবে একটি যুক্তি, ‘আগ্নেয়াস্ত্র নিরাপত্তা আইনের সংখ্যা কমাও৷' সেটা কি কেউ বিশ্বাস করে?'', বলেছেন ওবামা৷

‘‘অ্যামেরিকায় আজ প্রতিটি পুরুষ, মহিলা অথবা শিশুকে ধরলে, সকলের মাথাপিছু অন্তত একটি করে বন্দুক আছে৷ কাজেই আরো বেশি বন্ধুক আমাদের নিরাপত্তা বাড়াবে, এই যুক্তি কি আন্তরিকভাবে উত্থাপন করা চলে?'' প্রশ্ন করেছেন বারাক ওবামা৷

এসি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান